
ফের একবার আম্পায়ারের দিকে প্রশ্ন তুললেন ক্রিকেটপ্রেমীরা। কারণ তাদের মতে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। এর কারণ অবশ্য আর কিছুই নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নো বল উপেক্ষা করে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রিঙ্কু সিং কে নাকি আউট দিয়েছেন আম্পায়ার! হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে কলকাতার সমর্থকদের পক্ষ থেকে।
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। মরণ বাঁচনের লড়াইয়ে মাত্র ২ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। তবে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে পরাজিত হলেও প্রশংসা কুড়িয়েছেন কলকাতার অবহেলিত ব্যাটসম্যান রিঙ্কু সিং।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার পর আশার আলো জাগিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং।
It’s clearly no ball #Rinku 😟 #KKRvLSG pic.twitter.com/CJnLFZVgpH
— Harsha Guntupalli (@HarshaJSP1995) May 18, 2022
দীর্ঘ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে টানা রান করে এসেছেন তিনি। গতকাল প্রায় পরাজিত হওয়া ম্যাচ ফের জয়ের সন্নিকটে নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ ওভারে ২১ রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কস স্টোইনিসের প্রথম বলে বাউন্ডারি হাকান ভারতীয় এই ক্রিকেটার। পরের দুই বলে দুটি ব্যাক টু ব্যাক ছক্কা মারেন নাইট তারকা। রিঙ্কুর এই ঝড়ো ব্যাটিং দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন লখনউয়ের ভক্তরা।প্রথম তিন বলে ১৬ রান সংগ্রহ করার পর শেষ ৩ বলে কলকাতার দরকার ছিল ৫ রান।
ওভারের চতুর্থ বলে দুই রান সংগ্রহ করেন রিঙ্কু সিং। এরপর ঘটে আশ্চর্যজনক ঘটনা। পঞ্চম বলে তুলে মারতে গিয়ে লখনউ সুপার জায়েন্টসের নির্ভরযোগ্য ক্রিকেটার লুইসের বাঁহাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ঠিক তার পরের বলে অর্থাৎ শেষ বলে বোল্ড হন উমেশ যাদব। ফলশ্রুতিতে মাত্র ২ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, যে বলে রিঙ্কু সিং আউট হয়েছেন সেই বলটি অবৈধ ছিল। মার্কস স্টোইনিস নির্ধারিত লাইনের বাইরে পা দিয়ে বোলিং করেছিলেন রিঙ্কু সিংকে। আর সেই বলে আউট হন রিঙ্কু সিং। আম্পায়ারের ভুলে গুরুত্বপূর্ণ ম্যাচে নাকি পরাজয় ঘটেছে নাইট বাহিনীদের।
