Connect with us

Cricket News

Rishabh Pant: উইকেটের বল আটকাতে গিয়ে শূন্যে ব্যাট চালায় পন্থ, সামলাতে না পেরে পড়ে গেলেন দীনেশ কার্তিক! রইল ভিডিও

Advertisement

আইপিএলের ৪০ তম ম্যাচে একের পর এক ঘটনা ঘটে চলেছিল। কখনো রবীচন্দ্রন অশ্বিন বাগযুদ্ধে জড়ালেন কিংবা কখনো ঋষভ পন্তের ব্যাটের আঘাত সামলাতে গিয়ে পড়ে গেলেন দীনেশ কার্তিক। এমনই সব হাস্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে। ঋষভ পন্ত তখন দলীয় সংগ্রহ ৯৬ রানে ব্যাট করছিলেন। বিপরীতে বল করছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বলার বরুণ চক্রবর্তী। যার বল ঋষভ পন্তের গায়ে লেগে স্ট্যাম্পের উপর পড়তে যাওয়ার উপক্রম হলে ঋষভ পন্ত সেটিকে সরানোর চেষ্টা করেন। স্পিন বোলার বল করছিল বলে উইকেট-রক্ষক দীনেশ কার্তিক স্টাম্পের সন্নিকটে দাঁড়িয়ে ছিলেন।

ঋষভ পন্ত স্ট্যাম্পের উপর থেকে বল সরানোর জন্য ব্যাট দিয়ে বলে আঘাত করেন। দীনেশ কার্তিক উইকেটের ওপর ঝুঁকে থাকায় ঋষভ পন্তের দেখে প্রায় দীনেশ কার্তিকের মুখে লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। হঠাৎ ব্যাট দীনেশ কার্তিকের মুখের সামনে চলে আসায় তিনি পড়ে যান মাটিতে। পরে অবশ্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত তাকে মাটি থেকে টেনে তুলতে এগিয়ে যান। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সখ্যতা হয়। যদিও এর পরের দৃশ্য মোটেও সখ্যতা পূর্ণ ছিল না।

দিল্লি ক্যাপিটালসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। যিনি ব্যক্তিগত ৯ রানে টিম সাউদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু মাঠের মধ্যে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন রবীচন্দ্রন অশ্বিন। আউট করার পর টিম সাউদি রবীচন্দ্রন অশ্বিনকে লক্ষ্য করে কথার গুলি ছোড়েন। আর তার পাল্টা জবাব দিতে এগিয়ে যান রবীচন্দ্রন অশ্বিন। নিজের সতীর্থকে সাহায্য করতে এগিয়ে আসেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। অন্যদিকে রবীচন্দ্রন অশ্বিনকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন ঋষভ পন্ত। কিছুক্ষণ দুই দলের মধ্যে বাক্য বিনিময় চলে। উইকেটরক্ষক দীনেশ কার্তিক এগিয়ে এসে রবীচন্দ্রন অশ্বিনকে শান্ত করে মাঠের বাইরে পাঠান। যদিও গতকালের ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে জয় লাভ করে। অবশ্য গতকালের পরাজয়ের পর তেমন ক্ষতি হয়নি দিল্লি ক্যাপিটালসের। তারা প্রথম দল হিসেবে ইতিমধ্যে প্লে-অফে নিজেদের নাম লিখিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News