
শেষে কিনা অধিনায়কের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচে হারলো দিল্লি ক্যাপিটালস! এমনই আলোচনায় এখন উত্তল সোশ্যাল মিডিয়া। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের ১৪.৩ ওভারে আউট হয়ে যান মুম্বইয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। যে ব্রেভিসের সোজা ক্যাচ ফস্কেছিলেন ঋষভ পন্থ। তারপর মাঠে নামেন ডেভিড। বল করতে আসেন দিল্লির তারকা বোলার শার্দুল ঠাকুর। শার্দুলের বল ষষ্ঠ স্টাম্পে রাখা শার্দুলের বল ডেভিডের ব্যাট ছুঁয়ে পন্থের কাছে চলে যায়। পন্থ বল ধরে আগ্রহ দেখালেও অনফিল্ড আম্পায়ার দেখাননি। আগ্রহ দেখান শার্দুলও।
হাতে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার অপশন থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ঋষভ পন্থ। DRS সিস্টেমের টাইম আউট শেষে রিপ্লেতে স্পষ্ট দেখা যায় শার্দুল ঠাকুরের বল ডেভিডের ব্যাটে লেগে জমা পড়েছিল ঋষভ পন্থের দস্তানায়। আর শেষমেষ ডেভিডের বিধ্বংসী ইনিংসে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ডেভিড উক্ত ম্যাচের মোড় ঘোরানো ১১ বলে ৩৪ রান করেন। মূলত তার ঝড়ো ব্যাটিংয়ের উপর নির্ভর করে প্রায় হাতছাড়া হওয়া ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
Tim David was out but pant had other plans pic.twitter.com/Wr7BSoRFpQ
— JAYESH👑 (@Jayesh_2009) May 21, 2022
এমনিতে বিভিন্ন সময়ে দেখা গেছে ঋষভ পন্থ উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলারদের ডিআরএস সিস্টেমের সদ্ব্যবহার করার পরামর্শ দিতেন অসমর্থ হন। মহেন্দ্র সিং ধোনির নিকট থেকে বোলাররা যতটা সাহায্য পেতেন ঋষভ পন্থের নিকট থেকে তার ১০০% সাহায্য পাননা বোলাররা। মূলত ঋষভ পন্থের ব্যর্থতার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয় ঘটে দিল্লির। আর সেই পরাজয়ের ফল ভোগ করছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএলের এলিমিনেটর ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে ক্রিকেটের নন্দনকাননে মাঠে নামবে ব্যাঙ্গালোর।
