
গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন কলকাতা নাইট রাইডার্সের পুরনো সদস্য রবিন উথাপ্পা। গতকাল ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে ওপেনিং করতে নেমে তিনি আরো একবার জানান দিয়েছেন,’একেবারে ফুরিয়ে যায়নি রবিন উথাপ্পা।’ গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এর পরেই প্রাক্তন শিবির কলকাতা নাইট রাইডার্সের স্মৃতি মনে করেন তিনি। কলকাতা শিবিরে থাকাকালীন যেভাবে ব্যাটিং করতেন ঠিক একই মেজাজে গতকাল ব্যাটিং করেছেন রবিন উথাপ্পা।
যদিও নিজের ইনিংস আর বেশি বড় করতে পারেননি রবিন উথাপ্পা। ২৫ বলে ২০০ স্ট্রাইক রেটে অর্ধশত রান পূরণ করলেও ২৭ বল খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রবি বিষ্নুই-এর বলে এলবিডব্লিউ হন রবিন উথাপ্পা। এখনো পর্যন্ত আইপিএলের ১৯৫টি ম্যাচের ১৮৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৮.০৭ গড়ে ৪৮০০ রান সংগ্রহ করেছেন উথাপ্পা। এটি ছিল তাঁর আইপিএল কেরিয়ারের ২৬ নম্বর অর্ধশত রানের ইনিংস।
.@robbieuthappa departs but not before putting up an absolute show! 👌 👌
5⃣0⃣ off 2⃣7⃣ balls! 👏 👏
Follow the match ▶️ https://t.co/uEhq27KiBB#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/cMGXZd2k5e
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
গতকাল ঋতুরাজ গায়কোয়াড় ১ রানে সাজঘরে ফেরার পর রবিন উথাপ্পা এবং মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে দুর্বার গতিতে রান তুলতে থাকে চেন্নাই সুপার কিংস। মাত্র ২৭ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রবিন উথাপ্পা। অন্যদিকে মঈন আলি দলের খাতায় যুক্ত করেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া শিভাম দুবে মাত্র ৩০ বলে যুক্ত করেন ৪৯ রান। মাঠে নেমে আম্বাতি রাইডুও বিধ্বংসী ইনিংস খেলেন লখনউ-এর বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত ২৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ১৭ এবং মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে।
