
গতকাল আইপিএল এর দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, প্রথমে ব্যাটিং করতে এসে দারুন শুরু করে রয়েল চ্যালেঞ্জার্স। দুই ওপেনার দেবদত্ত পাটিকেলের ৫৪ এবং অ্যারন ফিঞ্চের ৫২রানের সুবাদে আরসিবি এর মজবুত হয়।
ফিঞ্চ আউট হওয়ার পরে ব্যাট হাতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। তবে এই দিন ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলি। ১১ বল খেলে মাত্র ৩ রান করেই ডাগ আউটে ফিরে যেতে হয় তাঁকে। লেগ স্পিনার রাহুল চাহারের বলে রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ তুলে আউট হন আরসিবি অধিনায়ক। এই নিয়ে এবারের আইপিএলের পরপর তিনটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিরুদ্ধে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন, তারপর কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধেও করেন মাত্র ১৪ রান। অফ ফর্মের ধারা বজায় রেখে কালেরর ম্যাচেও বার্থ হলেন তিনি।
আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিরাট কোহলি কে নিয়ে। একইসাথে গতকালের ম্যাচে বার্থ হোন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাও। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে ৮ বল খেলে মাত্র ৮ রানে আউট হন তিনি। তাই রোহিত শর্মাকে নিয়েও ব্যাপক ট্রল শুরু হয়েছে।
