Connect with us

Cricket News

Rohit Sharma: অবশেষে ম্যাচ হারার কারণ জানালেন রোহিত! এই দুই ক্রিকেটারের ওপর ক্ষোভ উগরে দিলেন মুম্বাই অধিনায়ক

Advertisement

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে গুরুত্বপূর্ণ খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত কুড়ি ওভার ব্যাটিং শেষে মাত্র ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যেখানে কালকের পিচ রান করার জন্য অনুকূলে ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ওপেনিং জুটিতে ১০ ওভারের আগেই ৭৮ রান সংগ্রহ করে ফেলে। কিন্তু তারপর আর তেমন বেশি এগোতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। ম্যাচ পর্যালোচনা করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটসম্যান এবং বোলারদের ওপর ক্ষোভ উগরে দিলেন।

তিনি বলেন, রান করার মতো অনুকূল পিচে আমরা লড়াই করার মত রান তুলতে পারিনি। প্রথম জুটিতে দুর্দান্ত শুরু হলেও শেষ রক্ষা করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা। কালকে আমাদের মোট সংগ্রহ কলকাতা নাইট রাইডার্সের সম্মুখে অনেক কম ছিল। কিন্তু অতীতেও আমরা ১৫৫ রান করে বিরোধী টিমের বিরুদ্ধে অনেকটা লড়াই করেছি। এমনকি অনেক ম্যাচে আমরা জয়লাভ পর্যন্ত করেছি। কিন্তু সে ক্ষেত্রে আমাদের বোলাররা বলে নিয়ন্ত্রণ দেখিয়েছিল। মাঠে ফিল্ডাররা তাদের সর্বস্ব দিয়ে ফিলিং করেছিল। কিন্তু সেটি কালকে আমরা করতে পারিনি। আমাদের প্ল্যান-মাফিক বল করতে পারেনি বোলাররা।

আমরা চেয়েছিলাম বোলাররা উইকেট টু উইকেট বল করুক। যাতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের লম্বা শর্ট খেলতে একটু ঝুঁকি নিতে হয়। কিন্তু সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের বোলিং লাইন আপ। লড়াই করার কোন জায়গা রাখেনি তারা। স্ট্যাম্পের বাইরের বলে একের পর এক বড় বড় শর্ট মেরেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। আর তার জন্যই এমন করুণভাবে আমাদের পরাজয় হয়েছে।

উল্লেখ্য, সেরা চারে প্রবেশের জন্য কালকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর তার জন্য ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। কিন্তু তাও শেষ রক্ষা করতে পারেননি তিনি। কলকাতা নাইট রাইডার্স বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করে নিয়েছে। গতকালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মত দলের বিরুদ্ধে ২৯ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

#Trending

More in Cricket News