Connect with us

Cricket News

IPL 2022: ব্যর্থদের দলে নাম লেখালেন রোহিত শর্মা! ব্যক্তিগত ৩ রানে ফিরলেন সাজঘরে

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে বিগত তিন বছর ধরে ব্যর্থতার জাল বুনে চলেছেন ভারতীয় সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেই কারণবশত ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট। আর ভারতীয় দলের এই গুরুদায়িত্ব গিয়ে পড়েছে রোহিত শর্মার উপর। তবে ভারতীয় দলের নেতা হওয়ার পর ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোক কিংবা শ্রীলংকা, ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন আইপিএলের মেগা আসরে।

মেগা নিলামে সম্পূর্ণ নতুনভাবে দল সাজিয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। আর নতুনভাবে দল সাজানোর কুপ্রভাব পড়েছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের উপর। পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে আজ তৃতীয় ম্যাচে শক্তিশালী কলকাতার বিরুদ্ধে খেলতে নেমেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা ছাড়া ব্যাট হাতে দলের জন্য রাখতে পারেননি কোন ভূমিকা। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে ব্যর্থ ক্রিকেটারদের তালিকায় নাম লিখে ফেললেন রোহিত শর্মা।

চলতি আইপিএলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে পরাজিত করেছিল রোহিত শর্মাদের। সেই ম্যাচে ৪১ রানের ইনিংস খেলেছিলেন রহিত শর্মা। এরপর অবশ্য দুটি ম্যাচে নিজেকে সময় দিতে পারেনি রোহিত। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১০ এবং আজকের ম্যাচে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। অর্থাৎ রোহিত শর্মা বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের শুধুমাত্র অধিনায়ক। দলের জয় পরাজয়ে কোন ভূমিকা নেই ভারতীয় অধিনায়ক তথা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার।

Advertisement

#Trending

More in Cricket News