Connect with us

Cricket News

IPL 2022: দেখে নিন, প্রথম দিনের নিলাম শেষে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে?

Advertisement

আইপিএল ২০২২ উপলক্ষে গতকাল থেকে মেগা নিলাম শুরু হয়েছে। ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য লিখতে চলেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামের প্রথম দিনেই টাকার বৃষ্টি করেছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনে ভারতীয় ক্রিকেটার নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। রোহিত শর্মার চেয়ে অধিক মূল্যে ঈশান কিশানকে দলে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঈশানকে দলে পেতে ১৫.২৫ কোটি টাকা খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে চেন্নাই সুপার কিংস দীপক চাহারের জন্য খরচ করেছে ১৪ কোটি টাকা।

অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মেগা নিলামের প্রথম দিনে নজর কেড়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। শাহরুখ খানকে দলে পেতে ৯ কোটি টাকা খরচ করেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে ৬.৫০ কোটি টাকা ব্যয় করে তরুণ ক্রিকেটার অভিষেক শর্মাকে দলে রেখেছে সানরাইজ হায়দ্রাবাদ। প্রথমদিনের নিলাম শেষে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চলুন দেখে নেয়া যাক-

পাঞ্জাব কিংস– ২৮ কোটি ৬৫ লক্ষ

মুম্বাই ইন্ডিয়ান্স– ২৭ কোটি ৮৫ লক্ষ

চেন্নাই সুপার কিংস– ২০ কোটি ৪৫ লক্ষ

সানরাইজ হায়দ্রাবাদ– ২০ কোটি ১৫ লক্ষ

গুজরাট টাইটান্স– ১৮ কোটি ৮৫ লক্ষ

দিল্লি ক্যাপিটালস– ১৬ কোটি ৫০ লক্ষ

কলকাতা নাইট রাইডার্স– ১২ কোটি ৬৫ লক্ষ

রাজস্থান রয়েলস– ১২ কোটি ১৫ লক্ষ

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর– ৯ কোটি ২৫ লক্ষ

লখনউ সুপার জায়েন্টস– ৬ কোটি ৯০ লক্ষ

Advertisement

#Trending

More in Cricket News