Connect with us

Cric Gossip

Chennai Super Kings: চেন্নাই সুপার কিংসের ৫ ক্রিকেটারের স্ত্রী, যারা যে কোন বলিউড অভিনেত্রীকে হার মানাবে

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগে সফলতম চেন্নাই সুপার কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। প্রথম দল হিসেবে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইতিপূর্বে চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে। চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংস একটু অন্য মাত্রায় রয়েছে। চতুর্থবারের জন্য আইপিএল শিরোপা ঘরে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। আজ আমরা চেন্নাই সুপার কিংসের এমন পাঁচজন ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে জেনে নেব যারা যে কোনো অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী নয়।

৫. ইমারি ভিসার : চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের স্ত্রী ইমারি ভিসার এই তালিকার পঞ্চম নম্বরে রয়েছেন। ফাফ ডু প্লেসিস এবং ইমারি ভিসার ২০১৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

৪. চেন্নুপালি বিদ্যা: চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান আম্বাতি রাইডু ২০০৯ সালে চেন্নুপালি বিদ্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির একটি সন্তান রয়েছে। এই দম্পতিকে চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা দম্পতি মানা হয়।

৩. রিভা সোলাঙ্কি: ভারতীয় দলের তথা চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিয়ে করেছেন ভারতীয় নিবাসী রিভা সোলাঙ্কিকে। যিনি যে কোন অভিনেত্রী থেকে কম সুন্দরী নন। ২০১৬ সালে রবীন্দ্র জাদেজা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২. প্রিয়াঙ্কার রায়না: আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার সুরেশ রায়না ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রিয়াঙ্কা রায়না কোনো অভিনেত্রীর থেকে কম সুন্দরী নন। বর্তমানে এই দম্পতি ক্রিকেট জগতে অত্যন্ত আলোচিত এক দম্পতি।

১. সাক্ষী ধোনি: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তার পত্নী সাক্ষী ধোনি সর্বদা সোশ্যাল মিডিয়ায় আলোচিত থাকেন। ২০১০ সালে মহেন্দ্র সিং ধোনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও তাদের প্রথম সাক্ষাৎ একদমই ভিন্নস্বাদের ছিল। বর্তমানে মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির একটি কন্যাসন্তান রয়েছে।

Advertisement

#Trending

More in Cric Gossip