Connect with us

IPL League

দেশের আগে আইপিএলকে প্রাধান্য দিলেন এই সকল বিদেশী তারকা ক্রিকেটাররা

  • by

Advertisement

আইপিএল গোটা বিশ্ব জুড়ে বেশ জনপ্রিয়। ভারতে অনুষ্ঠিত এই আইপিএল টুর্নামেন্টে দেশের বাইরের জনপ্রিয় ক্রিকেট তারকারা নিজেদের নাম নথিভুক্ত করে। এমনকি নিজের দেশের আগে অনেকে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেই প্রাধান্য দেয়। বিশ্ব ক্রিকেতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেশ জনপ্রিয় মুখ। ২০২১ আইপিএলের ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলামে কলকাতা নাইট রাইডারস তাঁকে ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে নিজেদের দিলে আনে। এই অলরাউন্ডার এইবার দেশের ক্রিকেটের আগে আইপিএলকে প্রাধান্য দিলেন।

বলা বাহুল্য যে এর আগেও কেকেআর এর দলের সদস্য ছিলেন সাকিব। আইপিএল চলাকালীন রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আর কেকেআর এর হয়ে খেলার জন্য সাকিব যেতে চান না শ্রীলঙ্কা সফরে। আর এই নিয়েই শুরু হয়েছে ঘোর বিতর্ক। রিপোর্ট অনুযায়ী সাকিব শ্রীলঙ্কা সফর থেকে নিজের নাম তুলে নেবার প্রস্তাব দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তিনি বোর্ডকে এই নিয়ে চিঠিও লেখেন। তাঁর এইরুপ সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা। অনেক বাংলাদেশ সমর্থক থেকে শুরু করে অন্যান্য ক্রিকেট অনুরাগীরা কটাক্ষ করে বলে, সাকিবের মতো একজন ক্রিকেটার কিভাবে নিজের দেশের আগে আইপিএলকে বেশি প্রাধান্য দিতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আক্রম খান বলেন, “শাকিব সরাসরি চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তিনি শ্রীলঙ্কা সফরে না গিয়ে আইপিএলে থাকতে চান। আমরা তাঁর এই সিদ্ধান্তে বাঁধা দিইনি কারণ তিনি যেহেতু নিয়ে থেকে সরে যেতে চান তাঁর আমরাও তাঁর অনিচ্ছায় তাঁকে জোর করে খেলাতে চাই না।”

ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান একা নন এর আগেও একাধিক ক্রিকেটার দেশের আগে আইপিএলকে বেছে নিয়েছেন। আইপিএল চলাকালীন সময় ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল, তবে বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার সহ বেশ কিছু খেলোয়াড়রা আইপিএলেই থাকবেন।

Advertisement

#Trending

More in IPL League