Connect with us

Cricket News

IPL 2022: টানা ৬ ম্যাচে লজ্জার হার, অধিনায়ক রোহিত শর্মার কাছে ফোন করলেন নিতা আম্বানি!!

Advertisement

এ যেন গোদের ওপর বিষফোঁড়া। একেতো আইপিএলের শুরুতে টানা ছয় ম্যাচে হেরে পয়েন্টস টেবিলের দশম স্থানে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। আবার এরইমধ্যে মুম্বাইয়ের মালকিন নীতা আম্বানির ফোনে রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে হতাশা ভরিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পরপর ছ’টি ম্যাচে পরাজিত হওয়ার পর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

এই মর্মে আপনাদের জানিয়ে রাখি যে, রোহিত শর্মার নেতৃত্বে এখনো পর্যন্ত আইপিএলে সবচেয়ে সফল দলের শিরোপা অর্জন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের মঞ্চে সর্বাধিক পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে বিগত বছর আইপিএলের আসরে গ্রুপ পর্যায়ে থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। চলতি বছর আইপিএলের মেগা আসরে লক্ষণ সেই একই। আরেকটি ম্যাচে পরাজিত হলেই চলতি বছরেও গ্রুপ পর্যায়ে থেকে খালিহাতে বাড়ি ফিরতে হবে মুম্বাইকে। এমন পরিস্থিতিতে গভীর চিন্তায় মগ্ন মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নিতা আম্বানি।

টানা ছয় ম্যাচে পরাজিত হওয়ার পর সরাসরি দলনেতার রোহিত শর্মার কাছে ফোন করেন নিতা আম্বানি। তিনি ভবিষ্যতে দলের পরিকল্পনা জানতে চান রোহিত শর্মার কাছে। যদিও এই প্রশ্নের কোন উত্তর ছিল না দলনেতার। শুধুমাত্র আগামী ম্যাচে ভালো ফলাফলের আশ্বাস দেন রোহিত শর্মা। অধিনায়ক এর পাশাপাশি দলের প্রত্যেকটি সদস্যের সাথে ভাব বিনিময় করেছেন নিতা আম্বানি। পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের এমন পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন তিনিও। তবে খুব তাড়াতাড়ি ক্রিকেটারদের খেলায় প্রত্যাবর্তনের কথা বলেছেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News