
বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত ক্রিকেটার শ্রেয়াস আইয়ার আবারো উঠে এলেন সংবাদ শিরোনামে। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। তার নেতৃত্বে ইতিমধ্যে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করেছে কলকাতা। আগামীকাল শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসরে দুর্দান্ত নেতৃত্বের কারণে আসন্ন দিনে ভারতের অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে তাকে।
তাই কোন ভাবে অন্য ক্রিকেটারদের থেকে পিছিয়ে পড়তে রাজি নন শ্রেয়াস আইয়ার। অনুশীলনের পাশে বডি ফিট রাখতে নিয়মিত করছেন জিম। আর জিমে তার কসরতের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন শ্রেয়াস আইয়ার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে উপভোগ করেছে লাখো ক্রিকেটপ্রেমীরা। যেখানে তাঁকে অভিনব স্টাইলে চিলিং দিতে দেখা যাচ্ছে। গানের তালে নাচতে নাচতে কঠিন চিলিং তিনি অতি সহজে দিচ্ছিলেন। যা দেখে তাঁর ফিটনেস সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ক্রিকেটারদের মধ্যে শ্রেয়াস আইয়ার অন্যতম। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোইং নিতান্ত কম নয়। আর তার সমর্থকদের উদ্দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। বডি ফিটনেস সম্পর্কে সচেতন শ্রেয়াস আইয়ারের অকল্পনীয় এই ডান্স স্টেপ এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
