Connect with us

Cricket News

IPL 2022: শ্রেয়াস আইয়ার সম্ভাব্য অধিনায়ক, তবে প্রাক্তন এই তারকাকে ফিরে না পেয়ে হতাশায় ভুগছে কলকাতা!!

Advertisement

গতকাল আইপিএলের মেগা অকশনে লড়াই করে একাধিক ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। সবমিলিয়ে এখনো পর্যন্ত ৯ জন ক্রিকেটারকে ঘরে তুলতে পেরেছে তারা। আজ মেগা অকশনের দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি ৬৫ লক্ষ টাকা নিয়ে একাধিক ক্রিকেটার বিট করতে নেমেছে। হাতে টাকা রয়েছে কম, অথচ লক্ষ্যমাত্রা বিশাল। এমন পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যে একটু অস্বস্তিতে রয়েছে সে কথা স্বীকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তা অভিষেক নায়ার।

গতকাল মেগা অকশন শেষে ফেসবুক লাইভে এসে অভিষেক নায়ার বলেন, আমরা আমাদের প্রত্যাশা মত সমস্ত ক্রিকেটারকে দলে ফিরে পেয়েছি। তাছাড়া সম্ভবত অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকেও বিট করতে পেরেছি। তবে আমাদের প্রাক্তন ক্রিকেটার রাহুল ত্রিপাঠীকে দলে না পেয়ে সত্যি অনেকটাই ক্ষতি হলো। আমরা সর্বোচ্চটা দিয়ে চেয়েছিলাম রাহুল ত্রিপাঠীকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করতে। রাহুল ত্রিপাঠী মিডল অর্ডারে দলকে দুর্দান্তভাবে সাপোর্ট প্রদান করে গতবার আইপিএলের আসরে ফাইনাল অব্দি খেলতে সাহায্য করেছিল আমাদের। তাকে পেতে আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছি।

কলকাতা নাইট রাইডার্সের আধিকারিক অভিষেক নায়ারের আক্ষেপ প্রমাণ করে দিচ্ছে, রাহুল ত্রিপাঠী তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। গতকাল মেগা অকশনে সাড়ে ৮ কোটি টাকা দিয়ে রাহুল ত্রিপাঠীকে সানরাইজ হায়দ্রাবাদ দলে যুক্ত করেছে। অভিষেক নায়ার বলেন, আমরা যাদেরকে টার্গেট করেছিলাম, বেশিরভাগ সেই টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি আমরা।

গতবার ১৫.৫ কোটি টাকায় দলে নেওয়া প্যাট কামিন্সকে মাত্র ৭.৫ কোটি টাকায় এবার দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২.২৫ কোটি টাকায় নিয়েছে শ্রেয়স আইয়ারকে। এছাড়া আট কোটি টাকায় নীতিশ রানা, ৭.২৫ কোটি টাকায় শিবম মাভি এবং ৬০ লাখ টাকায় শেলডন জ্যাকসনকে নিয়েছে কেকেআর।

Advertisement

#Trending

More in Cricket News