
দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি। ৩১ বলে করেন ৩০ রান। এরপর আর প্রথম একাদশে তিনি সুযোগ পাননি দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো থাকার জন্য। কিন্তু বিগত কয়েকটি ম্যাচে বেয়ারস্টোর ব্যাট সেভাবে কথা না বলায় প্রথম একাদশে সুযোগ পান ঋদ্ধি।
কেকেআরের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট করলেও এদিন তিনি ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন। আর ওপেনার হিসাবে মাঠে নেমেই নিজের আসল খেলা দেখালেন। যে সাহাকে আমরা সবাই চিনি তার উইকেটকিপিং-এর জন্য তিনি এবার ব্যাট হাতে ভেলকি দেখালেন। ৪৫ বলে ১২টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে করলেন ৮৭ রান। প্রথম উইকেটে ওয়ার্নার ও ঋদ্ধি মিলে করলেন ৯.৪ ওভারে ১০৭ রান। শতরানের কাছে এসেও এনরিচ নর্টজে বলে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।
ঋদ্ধির এই ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে।
Wriddhiman Saha ,the best wicket keeper in world , very underrated as a batsman .
Gentleman ,down to earth personality .What an innings he has been playing 🔥🔥❤️❤️ @Wriddhipops pic.twitter.com/aKKJyAfheU— Sourav Ghosh (@souravg21336678) October 27, 2020
একজন লিখেছেন এবারের আইপিএলের সেরা বোলিং লাইন আপকে ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার সামনে দিশাহীন দেখিয়েছে।
Best bowling attack of this ipl (Delhi Capitals) looking helpless against David Warner and Wriddhiman Saha
— Sachin Deshwal (@iSachinDeshwal) October 27, 2020
