
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার শ্রীসন্থ নিজের নির্বাসন কাটিয়ে আবার ক্রিকেটজগতে প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে উঠেছেন। আইপিএলে ফিরতে গতবারের তুলনায় নিজের দাম কমিয়েছে ২৫ লক্ষ টাকা। গতবার ভারতীয় এই ক্রিকেটারের বেসপ্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। যদিও সেই টাকাতে ২০২১ মেগা অকশনে অবিক্রিত ছিলেন শ্রীসন্থ। ২০১৩ সালে শেষবারের মতো ভারতীয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছিলেন শ্রীসন্থ। যদিও সেই আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ণয়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে বিচার কার্য ভেবে দেখার আবেদন জানান ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থ। সুপ্রিম কোর্টের অনুরোধে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিচার বিভাগ আজীবন নিষেধাজ্ঞা থেকে শাস্তি কমিয়ে ৭ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে। ২০২০ সালে শ্রীসন্থের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ২০২১ সালে আইপিএল নিলামে প্রথমবারের মতো নিজের নাম অন্তর্ভুক্ত করেন শ্রীসন্থ। যদিও নিষেধাজ্ঞা জারি করার পর কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি।
বর্তমানে ৩৮ বছরের শ্রীসন্থ ইতিপূর্বে আইপিএল-এ ৪৪টি ম্যাচ খেলে ৪০টি উইকেট নিয়েছেন। রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে মাঠে নেমেছিলেন শ্রীসন্থ। নিষেধাজ্ঞা উঠে যেতেই ২০২১ মরশুমে ক্রিকেটে ফিরেছেন তিনি। কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হজারে ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিলেন শ্রীসন্থ। বিজয় হজারেতে ছয় ম্যাচে ১৩ উইকেট নেন শ্রীসন্থ। এবার ভারতীয় প্রিমিয়ার লিগে নিজের পদক্ষেপ ফেলতে মেগা অকশনে নিজের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বা শ্রীসন্থ।
