
এবার যেন ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় মেতেছে খেলা সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। সম্প্রতি আইপিএলের অন্যতম সেরা সফল দল চেন্নাই সুপার কিংস তাদের রিটেনশন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিসিসিআই-এর কাছে। সেই তালিকা নিয়ে কার্যত রবীন্দ্র জাদেজাকে অপমান করল স্টার স্পোর্টস। অবশ্য খালি হাতে বসে থাকার পাত্র নন জাদেজা, স্টার স্পোর্টসের অপমানের যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
স্টার স্পোর্টসের তামিল টুইট অ্যাকাউন্ট থেকে সম্প্রতি চেন্নাই সুপার কিংসের প্লেয়ার ব্যাটিং অর্ডার নিয়ে একটি টুইট প্রকাশিত করা হয়। যেখানে রাখা খেলোয়াড়দের চারটি ভিন্ন স্থানে রাখা হয়েছে। এতে ঋতুরাজ গায়কওয়াড় প্রথম, মঈন আলি তৃতীয়, এমএস ধোনি সপ্তম এবং রবীন্দ্র জাদেজা আট নম্বরে রয়েছেন। এই টুইটটি দেখার পরে, জাদেজা মন্তব্য করেন এবং প্রথম পোস্টটি অনুবাদ করতে বলেন এবং তারপরে আরেকটি টুইট করেন, “একটু তাড়াতাড়ি হবে ৮ নম্বরে, আমাকে ১১ নম্বরে রাখুন।”
আসন্ন ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তাকে দলে পেতে সুপার কিংসকে ১৬ কোটি টাকা খরচ করতে হয়েছে। যেখানে মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই ১২ কোটি টাকা খরচ করেছে। সেখানে স্টার স্পোর্টসের টুইট রীতিমতো হাস্যকর হিসেবে পরিগণিত হচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে।
💫Auctionஇல் களைக்கட்ட காத்திருக்கும் பல அசத்தல் நட்சத்திரங்கள்🏏
உங்கள் @ChennaiIPL Team XI இல் யார் யாருக்கு இடமுண்டு❓
Comment #DearViewers ✍️#IPLAuction #IPL #IPL2022 pic.twitter.com/PrwtEGnjrS
— Star Sports Tamil (@StarSportsTamil) January 28, 2022
উল্লেখ্য, আইপিএলের সবচেয়ে সফলতম দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিংস অন্যতম। আইপিএলে চারবার শিরোপা অর্জনের পাশাপাশি সর্বাধিক বার ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে চেন্নাই সুপার কিংসের। সম্ভবত চেন্নাই সুপার কিংস এর সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে এটি। তাই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা আসন্ন দিনে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
