Connect with us

IPL League

IPL 2021 : রাজস্থান ছেড়ে নতুন দলে গেলেন অজি তারকা স্টিভ স্মিথ

  • by

Advertisement

আইপিএল এর ১৪ তম সংস্করণের নিলাম আজ ৩ টে থেকে শুরু হয়েছে। সকল কোভিড বিধি মেনেই চালান হচ্ছে নিলাম। কোন খেলোয়াড় কোন দলে যাবে তা নিয়ে চাপা উত্তেজনা কাজ করছে ভক্তদের মধ্যে। অনেক নতুন প্লেয়াররা এই বারের আইপিএলে নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। তাঁর মধ্যে ছিল সচিন পুত্র অর্জুন তেন্দুলকর এর নামও। তিনি তাঁর বেস প্রাইস রেখেছিলেন ৭০ লাখ। যদিয় শেষ পর্যন্ত অর্জুন এই নিলামে তিকে থাকতে পারেনি। নিলামে প্রথম বিক্রিত খেলোয়াড় হিসেবে নাম লেখালেন স্টিভ স্মিথ। কোন দল কত টাকার বিনিময়ে কিনল এই তারকা ক্রিকেটারকে?

সূত্র মতে এই বার প্রত্যেক দলে অন্তত ৫ জন করে বিদেশি খেলোয়াড় থাকছেন। আর ২০২১ আইপিএল এর নিলামে প্রথম বিক্রিত খেলোয়াড় হিসেবে নাম লেখালেন স্টিভ স্মিথ। তিনি এই বার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন এর পদ থেকে স্মিথকে অপসারিত করার পর প্রায় প্রত্যেকটি দল কার্যত মুখিয়ে ছিল এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে দলে টানবার জন্য। অবশেষ স্টিভ স্মিথকে কিনল দিল্লি ফ্রাঞ্চাইসি। তবে কত টাকায় বিক্রি হল এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার? আইপিএলের তরফ থেকে নিশ্চিত করা হয় যে তিনি ২.২ কোটির বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে আসেন।

আইপিএল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সকল সমর্থকই চায় নিজের দলকে জিততে দেখতে। তবে কোন দল কেমন পারফরমেন্স দেবে তাঁর জবাব দেবে সময়। রাজস্থান রয়্যালস থেকে অপসারিত হয়ে স্টিভ স্মিথ কি পারবেন দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস হতে? উৎসুক ক্রিকেট মহল।

Advertisement

#Trending

More in IPL League