
ডেভিড ওয়ার্নার বিহীন সানরাইজ হায়দ্রাবাদের পারফরম্যান্স কারোর অজানা নয়। গতবার পয়েন্টস তালিকায় জয়ের তুলনায় পরাজয়ের ভাগ ছিল আকাশ সমান। চলতি বছর আইপিএলের মেগা নিলামে আবারো সেই ধারা বজায় রাখলো সানরাইজ হায়দ্রাবাদ। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে আইপিএল শিরোপা জয়ের খেতাব জিতেছিল হায়দ্রাবাদ। এরপর বিগত কয়েক মরশুম ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে এই ফ্র্যাঞ্চাইজি। তবে গতবার দলের মধ্যে অন্তদ্বন্দ্ব হায়দ্রাবাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনের উপর ভরসা রেখেছিলো হায়দ্রাবাদ শিবির।
তবে সেই কেন উইলিয়ামসনের হাত ধরে ১৫ বছরের আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লো সানরাইজ হায়দ্রাবাদ। গতকাল আইপিএলের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল সানরাইজ হায়দ্রাবাদ। যেখানে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন। তবে রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ব্যাটিং সানরাইজ হায়দ্রাবাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ওপেনিং জুটিতে জজ বাটলার এবং যশস্বী জাসওয়াল দলের জন্য দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসন কিংবা দেবদত্ত পাদ্দিকলের ঝড়ো ইনিংস রাজস্থানকে পৌঁছে দেয় ২১০ রানে।
২১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেই আইপিএলের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড নিজেদের নামে লিখে ফেলে সানরাইজ হায়দ্রাবাদ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ৬ ওভারে সবচেয়ে কম রান করার লজ্জার রেকর্ড নিজেদের নামে লিখেছে তারা। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪ রান সংগ্রহ করে সানরাইজ হায়দ্রাবাদ। প্রশিদ্ধ কৃষ্ণ এবং ট্রেন্ট বোল্ট-এর বিধ্বংসী বলে দিশেহারা হয়ে পড়ে সানরাইজ হায়দ্রাবাদ। ওপেনিং জুটিতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন স্বয়ং। অর্থাৎ ডেভিড ওয়ার্নার বিহীন হায়দ্রাবাদের অবস্থা বেহাল সে কথা অস্বীকার করার জায়গা নেই।
