
এমনই উক্তি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। এক হৃদয়ের দুই বন্ধু মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না। এর আগেও মহেন্দ্র সিং ধোনির সাথে সুরেশ রায়না ও অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাহলে কি এবারও সেই ধারা বজায় থাকবে তাদের মধ্যে? সংবাদমাধ্যমে এ ব্যাপারে খোলসা করেছেন সুরেশ রায়না।
তিনি বলেন, আমি আরো চার পাঁচটা বছর আইপিএল খেলতে চেয়েছিলাম। কিন্তু যদি মাহি ভাই অবসর ঘোষণা করেন তাহলে আমিও অবসর ঘোষণা করব। যতদিন মাহি ভাই খেলবেন ততদিন আমি খেলব। উল্লেখ্য এই যে, সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে একই দলের হয়ে খেলে আসছেন। মাঝে দুটি বছর গুজরাট লায়ন্স এর হয়ে খেলেছিলেন সুরেশ রায়না। ২০২১ সালে আইপিএল ভারতে শুরু হলেও করোনা মহামারীতে তা বন্ধ করতে হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে চলতি বছরে সেপ্টেম্বর মাসে UAE তে লিগের বাকি খেলাগুলো অনুষ্ঠিত করা হবে।
কিছুদিন আগে Brad Hogg এক টুইট বার্তায় মহেন্দ্র সিং ধোনির অবসর সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, মহেন্দ্র সিং ধোনি চাইলে যে কোন দলের হয়ে আইপিএল খেলতে পারে কিংবা চেন্নাই সুপার কিংস এর প্রধান কোচ হিসেবে যুক্ত থাকতে পারেন। তাহলে কি সত্যিই ২০২২ এর আগে মহেন্দ্র সিং ধোনি অবসর নিতে চলেছেন? আর সেই সুরে সুর মিলিয়ে সুরেশ রায়না ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে তিনি ও ক্রিকেটকে বিদায় জানাবেন। তাহলে কি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাদের দুই প্রিয় ক্রিকেট তারকা কে হারাতে চলেছেন?
