
আইপিএল এর ত্রয়োদশ আসর শুরুর মাত্র কিছুদিন আগেই ব্যক্তিগত কারন দেখিয়ে চেন্নাই দল থেকে নিজের নাম প্রত্যাহার করে দেশে ফিরে আসেন সুপার কিংসের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। কিন্তু এই এই আইপিএল এ খেলা প্রথম তিনটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ার চেন্নাইয় সমর্থকরা রায়নাকে দলে ফিরিয়ে আনার প্রবল দাবি তুলতে থাকে। এর পর আবার রায়নার ঘনিষ্ট সূত্র থেকে খবর আসে যে খুব শীঘ্রই নাকি চেন্নাই শিবের যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহী যাবেন রায়না। যা শুনে উচ্ছাসিত হয়ে ওঠেন রায়না ভক্তরা। কিন্তু তাদের সব আসায় জল ঢেলে দিল একটি ঘটনা।
সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রায়নার নাম মুছে ফেলল। ফলে বোঝাই যাচ্ছে এই আইপিএল এ সুরেশ রায়নার প্রত্যাবর্তনের কোনো আশা আর নেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ই আগস্ট মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রায়না। এরপর তিনি কেবলমাত্র আইপিএল এর উপরই ফোকাস করছিলেন। কিন্তু হটাৎ একটি পারিবারিক সমস্যার কারনে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে দেশে ফিরে আসেন।
শোনা যায় রায়না নাকি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের কাছে দাবি করেছিলেন তারও ধোনির মতো বড় বিলাসবহুল রুম চাই কিন্তু সিএসকে টিম ম্যানেজমেন্ট তাকে ধোনির মতো রুম দিতে রাজি না হওয়ায় সিএসকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে রায়নার ঝামেলার সৃষ্টি হয়। আর তাই আইপিএল না খেলেই ভারতে ফিরে আসে । তবে সে যাই হোক চেন্নাই সুপার কিংস এর সরকারি ওয়েবসাইট থেকে ছেটে ফেলা হল সুরেশ রায়নার নাম। অর্থাৎ এবার আইপিএলে রায়নার খেলার সমস্ত রাস্তায় বন্ধ হয়ে গেল।
