Connect with us

IPL League

Dhoni-Raina: ‘মাহি ভাইয়ের জন্য এবারের আইপিএল জিততে চাই’ : সুরেশ রায়না

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০ তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি তাঁর সেরা ফর্মে ছিলেন না। দলের ওপর একজন প্রধান খেলোয়াড় সুরেশ রায়নাও গত বছর সিএসকে ক্যাম্পে উপস্থিত ছিলেন না এবং গত মরসুমের ফ্র্যাঞ্চাইজিটিও ছিল সবচেয়ে খারাপ। গত বছর আইপিএলের ইতিহাসে এই প্রথমবারের মতো, সিএসকে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। এদিকে ধোনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে। এমতাবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন ছিল যে ২০২১ এর আইপিএলেও কী ধোনি সিএসকে এর অধিনায়ক থাকবেন?

সকল সন্দেহের অবিষণ ঘটিয়ে তিনি এই মরসুমেও সিএসকে-র অধিনায়কত্ব করলেন। ব্যাটে সেই ধার না থাকলেও, একজন ক্যাপ্টেন হিসেবে এবং উইকেটের পিছনে এখনও তাঁর জবাব নেই। কোভিডের কারণে আইপিএল স্থগিত করা হয়, এবং সেই মুহূর্তে স্কোরবোর্ডে চেন্নাইয় দ্বিতীয় স্থানে। এ প্রসঙ্গে সুরেশ রায়না বলেন যে তিনি চান ধোনির জন্য এবার সিএসকে আইপিএলে জিতুক।

এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘আশা করি, আমরা দুবাইতে গেলে, আমরা আবারও আইপিএল জিততে পারবো। আমার মনে হয়, আমরা এই বছর যেভাবে খেলছিলাম, ওঁর (অর্থাৎ, ধোনি) অধিনায়কত্বে আমাদের কিছুটা অতিরিক্ত আস্থা ছিল। ওঁ সকল খেলোয়াড়কে স্বাধীনতা দেয়। মইন আলী, স্যাম কুরান, ডোয়েন ব্রাভো এবং রুতুরাজ – আমাদের খেলায় বেশ একটা সুন্দর ফ্লো এসেছিল। আশা করি, এমএসের জন্য আমরা এই বছর আবার জিততে পারবো।’

‘আমরা একসাথে অনেক ট্রফি জিতেছি, অনেক হেরেওছি, কিন্তু ওঁর থেকে অনেক কিছু শিখেছি। এমএস আমার কাছে দাদার মতো।’

Advertisement

#Trending

More in IPL League