
ভারত তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কথা বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে, মাঠের সর্বত্র বিচরণ তার। কিন্তু বহুদিন ধরে ইনজুরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা। চোট কাটিয়ে একাধিকবার ফিরলেও আবারও ইনজুরিতে পড়ে ক্রিকেট ছাড়তে হচ্ছে এই অলরাউন্ডারকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা সুযোগ পেলেও প্রথম টেস্ট শেষে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। সূত্রের খবর, রবীন্দ্র জাদেজার চোটের গভীরতা নাকি অনেক বেশি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে ৫ মাসের বেশি সময় লেগে যেতে পারে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে আরো বড় খবর, রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। অর্থাৎ ক্রিকেটের দীর্ঘ ফরমেট টেস্ট ক্রিকেটে আর দেখা না যেতে পারে ভারতীয় এই অলরাউন্ডারকে। জানা গেছে জাদেজার চোট অনেক গুরুতর এবং তিনি এখন অনেক মাস ক্রিকেট থেকে দূরে থাকতে চলেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাইরে থাকতে পারেন জাদেজা। অথচ আসন্ন দিনে ভারতীয় দল একাধিক টেস্ট ম্যাচের সাথে ক্রিকেটের সমস্ত ফরমেটের একাধিক ম্যাচ খেলতে চলেছে। এমন পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি ভারতীয় দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে চোটের জন্য দল থেকে বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়াও।
সূত্রের খবর, ক্রিকেটের সংক্ষিপ্ত ওভারের খেলা গুলিতে নিজের ক্যারিয়ার আরো লম্বা করার উদ্দেশ্যে দীর্ঘ ফরম্যাটের টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। তবে ভারতের জন্য ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেট জার্সি পরে মাঠে নামবেন তিনি। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লীগের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস সবচেয়ে বেশি মূল্যে রবীন্দ্র জাদেজাকে রিটেন করেছে। রবীন্দ্র জাদেজার জন্য তারা ১৬ কোটি টাকা খরচ করেছে। যেখানে মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস বরাদ্দ করেছে মাত্র ১২ কোটি টাকা। এ থেকে বোঝা যাচ্ছে রবীন্দ্র জাদেজা যেকোন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
