
করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত করে তুলেছে ভারতীয় জনজীবন। এরইমধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসর আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতবার করোনা মহামারীর মধ্যে আইপিএলের আসর বসালেও মাঝপথে বাধ্য হয়ে সমস্ত আয়োজন বন্ধ করতে হয় বিসিসিআইকে। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হতে থাকেন। যদিও বছরের শেষ লগ্নে (সেপ্টেম্বর-অক্টোবর) এসে সুদূর আরব আমিরাতে আইপিএলের বাকি খেলাগুলোর আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২০ সালেও বছরের শেষ লগ্নে এসে আইপিএলের আসর বসিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে এবার দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করে মোট ১০ দলে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের পঞ্চদশ তম আসর। করোনা আবহের মধ্যেও আইপিএলের মেগা আসো ভারতে আয়োজন করতে চলেছে বিসিসিআই। আইপিএলের ১৫ তম আসর মুম্বাই এবং পুনেতে আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলা ভিন্ন ভেন্যুতে আয়োজন করতে গিয়ে ২০২১ আইপিএলে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়েন। তাছাড়া জৈব সুরক্ষা বলয় সুরক্ষিত রাখা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। তাই এবার মাত্র দুটি শহরে আইপিএল আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছে,” চলতি বছর এপ্রিলের শেষ সপ্তাহে আইপিএলের পঞ্চদশ আসর বসবে ভারতে। ধারণা করা হচ্ছে, আগামী ২৭শে এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্রিকেটাররা।” উল্লেখ্য, আগামী মাসের ১২ ও ১৩ তারিখ ব্যাঙ্গালোরে আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে।
আসন্ন মেগা নিলামে ২৭০ ক্যাপড প্লেয়ার রয়েছেন। আর ৩১২ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। সেই সঙ্গে ৪১ জন রয়েছেন অ্যাসোসিয়েট টিম থেকে। মোট ১২১৪ জন ক্রিকেটার এবার আইপিএলের মেগা নিলামে উঠতে চলেছেন। সূত্রের খবর, শুক্রবার প্লেয়ারদের এই তালিকাটি দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হয়েছে।
