Connect with us

Cric Gossip

IPL 2022: খেলার মাঠে প্রপোজ করলেন তরুণী, সম্মতি জানালেন ক্রিকেট ভক্ত ওই তরুণ! ভিডিও ভাইরাল

Advertisement

খেলার মাঠে আবারও মিলে গেল দুটি মন। গতকাল চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে এমন দৃশ্য ক্যামেরাবন্দি হল। তবে এবার ঘটনাটি সম্পূর্ণ আলাদা, তরুণ নন বড় হাঁটু মুড়ে প্রপোজ করলেন তরুণী। এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। গতকাল ব্যাঙ্গালোরের দুই ভক্ত এমন কাণ্ড ঘটালেন ক্যামেরার সামনে। মেয়েটির প্রপোজ ফেলতে পারেননি ছেলেটি। আরসিবির ভক্ত ওই ছেলেটি প্রপোজ পাওয়ার সাথে সাথে ‘হ্যাঁ’ সম্মতি জানান।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৭৩ রান সংগ্রহ করে। বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল চেন্নাই সুপার কিংস। তবে ব্যাঙ্গালোরের জোরে বোলাররা দিশেহারা করে দেয় চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। খেলা তখন ১০.৫ ওভার গড়িয়েছে, চেন্নাইয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৯ রান। ঠিক সেই মুহুর্তে স্টেডিয়ামে বসে থাকা ওই তরুণী হঠাৎই প্রপোজ করেন পাশে বসে থাকা তরুণকে। সাথে সাথে স্টেডিয়ামে করতালির জোয়ার বইতে থাকে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ১১তম ওভারে হঠাৎই হাঁটু মুড়ে পাশে বসে থাকা ওই তরুণকে প্রপোজ করছেন এক তরুণী। প্রতিউত্তরে ওই তরুণ হ্যাঁ সম্মতি জানালে তাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরেন তরুণী। দুজনেই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত সেটি বোঝা গেছে তাদের ড্রেস দেখে। বিরাট কোহলিদের সাপোর্ট করতে আসার জন্য ব্যাঙ্গালোরের মতো জার্সি পড়েছিলেন ওই যুবক। তবে তরুণী বিরাটদের সঙ্গে ‘ম্যাচিং’ থাকা লাল জামা এবং কালো প্যান্ট পরেছিলেন। ক্যামেরায় ভেসে ওঠা মনোরম এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

#Trending

More in Cric Gossip