Connect with us

Cricket News

IPL 2022: আসন্ন ২০২২ মেগা অকশনে রশিদ খানকে দলে পেতে মরিয়া এই ৩ ফ্র্যাঞ্চাইজি

Advertisement

আইপিএল ২০২২শে পুরনো ফ্র্যাঞ্চাইজি গুলো আমার নবরূপে সজ্জিত হবে। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ভারতীয় প্রিমিয়ার লিগে যুক্ত হওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পুরনো ফ্র্যাঞ্চাইজি গুলোকেও নতুনভাবে দল সাজানোর নির্দেশ দিয়েছে। চাইলে অবশ্য তারা চারজন পুরানো ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এদিকে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের মুখ্য ক্রিকেটারকে ধরে রাখতে চাইলেও সেসব ক্রিকেটার নিলামে নাম লেখানো পছন্দ করেছেন। তারমধ্যে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল হোক কিংবা সানরাইজ হায়দ্রাবাদের রশিদ খান। এই তালিকায় রয়েছেন একের পর এক বিধ্বংসী সব ক্রিকেটার।

২০১৭ সাল থেকে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলে আসছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু তিনি নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে আসন্ন মেগা অকশনে নাম লিখিয়েছেন। আর এমন তারকা ক্রিকেটারকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এই ৩ ফ্র্যাঞ্চাইজি।

১. পাঞ্জাব কিংস: এই দৌড়ে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস। তরুণ রবি বিষ্ণোই গত দুই মরশুমে পাঞ্জাব কিংসের মূল স্পিনার ছিলেন। বিষ্ণোই আইপিএল ২০২১-এও ভাল পারফরম্যান্স করেছিলেন। ন’টি খেলায় ৬.৩৪ এর দুর্দান্ত ইকোনমিতে ১২টি উইকেট নিয়েছেন। কিন্তু অবাক করার মতো ঘটনা হল, সে রকম একজন স্পিনারকে এ বার ছেড়ে দিয়েছে পঞ্জাব। তাঁর বদলে দলে রশিদকে পেতে মরিয়া পঞ্জাব।

২. মুম্বই ইন্ডিয়ান্স: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২-এর জন্য তাদের মুখ্য স্পিনারকেও ধরে রাখেনি। ২০১৮ সাল থেকে রাহুল চাহার মুম্বইয়ের প্রধান লেগ-স্পিনার ছিলেন। ২০২০ সালে মুম্বইকে খেতাব জেতাতে ১৫টি উইকেট নিয়েছিলেন রাহুল চাহার। এবার তার বদলে রশিদকে পেতে আগ্রহী মুম্বই ইন্ডিয়ান্স।

৩.রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের রিটেনশন তালিকা। শুধু ভারত নয় বর্তমান পৃথিবীর অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দল গঠন করতে চলেছে তারা। যিনি মোট ১১৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। তাঁর ইকোনমি রেট ৭,৫৯। ১৩৯টি উইকেট নিয়েছেন তিনি। এবার আইপিএলের মেগা অকশনে একজন অধিনায়কের পাশাপাশি স্পিনার রশিদ খানকে কিনতে মরিয়া তারা।

Advertisement

#Trending

More in Cricket News