Connect with us

Cricket News

IPL 2022: ২ কোটি টাকা বেসপ্রাইস হলেও মেগা নিলামে অবিক্রিত থাকতে পারেন এই ৪ ভারতীয় ক্রিকেটার!!

Advertisement

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আইপিএল ২০২২-এর মেগা অকশন। দুই দিনের এই কর্মকাণ্ডে দেশ-বিদেশ মিলিয়ে মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। হবে টাকার বৃষ্টি। যেখানে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যত নির্ধারণ করবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এই কর্মকাণ্ডে একাধিক ক্রিকেটার রয়েছেন যাদের বেসিক মূল্য ২ কোটি টাকা ধার্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরমধ্যে একাধিক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা এবারের মেগা নিলামে অবিক্রিত থাকতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলুন দেখে নেয়া যাক, কারা রয়েছে এই তালিকায়-

১. দীনেশ কার্তিক: বিগত ২ মরশুম ধরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীনেশ কার্তিক। তবে ব্যাট হাতে বরাবরই ব্যর্থ হয়েছেন তিনি। বাধ্য হয়ে বিগত বছর কলকাতা নাইট রাইডার্স শিবির দীনেশ কার্তিকের উপর চাপ কমাতে অধিনায়ক হিসেবে ইয়ন মরগানের উপর দায়িত্ব দিয়েছিল। তবে সুযোগ পেতেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করেছে দীনেশ কার্তিককে। মনে করা হচ্ছে, এবারের মেগা অকশনে কোন দল তার পিছনে কোটি টাকা বাজী ধরতে চাইবে না।

২. সুরেশ রায়না: আইপিএলে ব্যক্তিগত ৫০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেও বিগত কয়েক বছর ধরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখলেও সুরেশ রায়নাকে রিলিজ করেছে। তাছাড়া বল হাতে সুরেশ রায়না ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মনে করা হচ্ছে এবারের মেগা অকশনে অবিক্রিত অবস্থায় থাকতে পারেন সুরেশ রায়না।

৩. ক্রুনাল পান্ডিয়া: মুম্বাই ইন্ডিয়ান্সের সফলতম অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার বেসিক মূল্য ২ কোটি টাকা ধার্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিগত কয়েক বছর ধরে নিয়মিত ব্যর্থ হয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। তাছাড়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটেও সুযোগ পাননি ক্রুনাল পান্ডিয়া। এমন অবস্থায় তার জন্য ২ কোটি টাকা খরচ করতে চাইবেনা যেকোনো ফ্র্যাঞ্চাইজি, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৪. উমেশ যাদব: টেস্ট ক্রিকেটে সফলতম বোলার হলেও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন উমেশ যাদব। ওভারপিছু অনেক রান দিয়ে নিজের দলকে বেকায়দায় ফেলে দেন তিনি। রান চাপার অক্ষমতাই তাকে নিলামে না নেওয়ার প্রতি আকৃষ্ট করতে পারে ফ্র্যাঞ্চাইজিদের।

Advertisement

#Trending

More in Cricket News