Connect with us

Cricket News

IPL 2022: চলতি আইপিএলে চরম ফ্লপ হয়েছেন এই ৫ বিদেশি তারকা ক্রিকেটার!!

Advertisement

আইপিএলের মেগা আসরের খেলা এখন রমরমা। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে মত্ত এখন দশটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আজ আইপিএলের মেগা আসরে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। রমরমা এই আইপিএলের আসরে দেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন একাধিক বিদেশি তারকা ক্রিকেটার। তবে চলতি আইপিএলে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন একাধিক বিদেশি ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক, কারা রয়েছেন এই তালিকায়-

১. কায়রন পোলার্ড: মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার কায়রন পোলার্ড চলতি আইপিএলে পুরোপুরি ফ্লপ হয়েছেন। ব্যাট হাতে মনে রাখার মত ইনিংস কিংবা বল হাতে জয় সূচক কোন ম্যাচ উপহার দিতে পারেননি কায়রন পোলার্ড। এখনও পর্যন্ত ন য় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১২৫ রান।

২. জনি বেয়ারস্টো: ৬.৭৫ কোটি টাকা ব্যয় করে জনি বেয়ারস্টোকে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। বিগত কয়েক বছর ধরে সানরাইজ হায়দ্রাবাদের জন্য বিধ্বংসী পারফর্মেন্স করছিলেন জনি বেয়ারস্টো। তবে চলতি আইপিএলে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন মাত্র ৮৭ রান।

৩. মঈন আলি: আইপিএলে সর্বদা ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত মঈন আলি চলতি আইপিএলে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি। চেন্নাই সুপার কিংসের রিটার্ন ক্রিকেটার মঈন আলি চলতি আইপিএলে বল কিংবা ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

৪. আন্দ্রে রাসেল: ভয়ংকার ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ আন্দ্রে রাসেলের ব্যাট চলতি আইপিএলে যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। একটি ম্যাচে ছাড়া এখনো পর্যন্ত নিজের দানবীয় মেজাজে আত্মপ্রকাশ করতে পারেননি আন্দ্রে রাসেল।

৫. ম্যাথু ওয়েড: গুজরাটের হয়ে চলতি বছর আইপিএল খেলতে নেমেছিলেন ম্যাথু ওয়েড। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মত সাফল্যের ধারের কাছেও পৌঁছাতে পারেননি তিনি। ২.৪০ কোটি টাকার ক্রিকেটার এখনো পর্যন্ত আইপিএলের পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৫৮ রান।

Advertisement

#Trending

More in Cricket News