
আইপিএল ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে একদম নতুন স্বাদে। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে যুক্ত হয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ড পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোকেও নতুন রূপে সাজানোর প্রচেষ্টা করছে। আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর। তবে তার আগে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন এখন কোন দলের অধিনায়ক কে হবেন? দেখে নিন, আইপিএল ২০২২-এ ১০ দলের সম্ভাব্য ১০ অধিনায়ক কারা হতে চলেছেন-
১. মুম্বাই ইন্ডিয়ান্স: আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে রিটেন করেছে। অর্থাৎ তারা তাদের সফলতম অধিনায়ককে ধরে রেখেছে।
২. চেন্নাই সুপার কিংস: ভারতীয় প্রিমিয়ার লিগে দ্বিতীয় সফলতম চেন্নাই সুপার কিংস আবারো মহেন্দ্র সিং ধোনির ওপর আস্থা রেখেছে। যদিও তারা মহেন্দ্র সিং ধোনির চেয়ে রবীন্দ্র জাদেজার জন্য বেশি খরচ করেছে। তবে অধিনায়ক হিসেবে মাঠে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
৩. দিল্লি ক্যাপিটালস: দিল্লি ক্যাপিটালস গত বছর আইপিএলের আসরে বাধ্য হয়ে অধিনায়ক পরিবর্তন করেছিল। শ্রেয়াস আইয়ার ইনজুরিতে পড়ায় তার স্থানে দলের নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ। আর প্রথম প্রচেষ্টাতে তার নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল। আবারো দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থের উপর আস্থা রেখেছে।
৪. কলকাতা নাইট রাইডার্স: দু’বারের শিরোপা জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের জন্য একজন যোগ্য অধিনায়ক খুঁজে বের করা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে কলকাতার দায়িত্ব তুলে দেওয়া হতে পারে শ্রেয়াস আইয়ারের উপর।
৫. সানরাইজ হায়দ্রাবাদ: সানরাইজ হায়দ্রাবাদ গেল মরশুমে তাদের সফলতম অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সরিয়ে সেই দায়িত্ব দিয়েছে কেন উইলিয়ামসনের উপর। সানরাইজ হায়দ্রাবাদ আগামী মরশুমের জন্য কিউই এই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।
৬. পাঞ্জাব কিংস: পাঞ্জাব কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করেছে অধিনায়ক কে এল রাহুল। তাই আসন্ন আইপিএলে নতুন অধিনায়কের খোঁজে মরিয়া পাঞ্জাব কিংস। সূত্রের খবর, পাঞ্জাব কিংসের নতুন নেতা হতে পারেন ডেভিড ওয়ার্নার।
৭. রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর: বিরাট কোহলির মত অভিজ্ঞ ক্রিকেটার থাকতেও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে আসন্ন মেগা অকশনে। শোনা যাচ্ছে, বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধতে পারেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।
৮. রাজস্থান রয়েলস: রাজস্থান রয়েলস তাদের পুরনো অধিনায়ককে রিটেন করেছে। আসন্ন আইপিএলে অবশ্যই রাজস্থান রয়েলসকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন।
৯. লখনউ: আইপিএলের আসলে সবচেয়ে দামি দল লখনউ অধিনায়ক হিসেবে বেছে নিতে চলেছে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। সূত্রের খবর, কে এল রাহুলের সাথে নাকি সমস্ত রকম চুক্তি সম্পন্ন করে ফেলেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।
১০. আমেদাবাদ: আইপিএল ২০২২-এ অন্তর্ভুক্ত হওয়া নতুন এই ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক নির্বাচনে একরকম সবাইকে হতবাক করে দিয়েছে। প্রথমে শ্রেয়াস আইয়ারের পেছনে দৌড়ালেও শেষমেষ অধিনায়ক হিসেবে নাকি বেছে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
