Connect with us

Cricket News

Sachin Tendulkar: এই কারণে ভারতীয় ক্রিকেটের আমূল পরিবর্তন ঘটেছে, মনে করছেন শচীন টেন্ডুলকার

Advertisement

ভারতীয় ক্রিকেট দল এখন বিশ্ব বরেণ্য। যে কোন দলকে টক্কর দিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। পৃথিবীর যেকোন প্রান্তে দূর্দন্ত সাফল্যের সাথে খেলছে ভারতীয় ক্রিকেটাররা। কিংবদন্তি সব ক্রিকেটারের আবির্ভাব হয়েছে ভারতীয় দলে। ক্রিকেটের সমস্ত ধরনের ফরমেটে জয় হাসিল করেছে ভারত। কিন্তু এই কাজ একদিনে সম্ভব হয়নি বলে মনে করেন কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ভারতের দীর্ঘতম পরিকল্পনার ফসল বলে মনে করছেন শচীন টেন্ডুলকার। দীর্ঘদিন ধরে পরিকল্পনা মাফিক কাজ করার ফলেই আজ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সমীহ করে চলে যে কোন দল।

কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেন, ভারতীয় ক্রিকেটের প্রভূত উন্নতির পেছনে পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করার মানসিকতা কাজ করছে। ভারতীয় ক্রিকেটের উন্নতির পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ। কিংবদন্তির মতে, বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সাথে এক আসরে খেলার সুযোগ পান ভারতীয় ক্রিকেটাররা। নিজেদেরকে তাদের সামনে মেলে ধরার সুবর্ণ সুযোগ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাবড় তাবড় ক্রিকেটারদের সাথে মোকাবেলা করে মনবলে প্রভূত উন্নতি করেছে ভারতীয় তরুণ ক্রিকেটাররা।

ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের মতে, পরিকল্পনা আর তা বাস্তবায়ন মোটেও এক কথা নয়। দীর্ঘদিনের তপস্যার ফলে আজ বিদেশি ক্রিকেটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারছেন ভারতীয় ক্রিকেটাররা। তাছাড়া ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট যেকোনো আন্তর্জাতিক ক্রিকেটের সমমান হওয়ায় সেখান থেকেও একের পর এক ক্রিকেটার উঠে আসছে। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে উঠে এসেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। যার ফলে আজ ভারতীয় ক্রিকেটে আকাশছোঁয়া উন্নতি চোখে পড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সুদক্ষ পরিকল্পনা নিশ্চিত রূপে ভারতীয় ক্রিকেটকে আরো আগে নিয়ে যাবে বলে আমি মনে করি।

Advertisement

#Trending

More in Cricket News