Connect with us

IPL League

পরের আইপিএলে ফর্মে ফেরার জন্য ধোনির কী দরকার জানালেন এই তারকা ক্রিকেটার

Advertisement

এবারের আইপিএল একেবারেই ভালো গেল না চেন্নাই সুপার কিংস ও সেইসঙ্গে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। অতীতে যতবার সিএসকে চাপের মুখে পড়েছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিত্নু এবার চেন্নাইয়ের বিপদের সময়ে ধোনির ব্যাট ঝলসে ওঠেনি।

২০১৯-র বিশ্বকাপের পর ধোনিকে আর বাইশ গজে দেখা যায়নি মাহিকে। তারপর আইপিএল শুরুর আগে ১৫ অগাস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

ম্যাচ প্র্যাকটিশের অভাব এবারের আইপিএলে ধোনির ফর্মে স্পষ্টতই ছাপ ফেলেছে। এবারের আইপিএলে ব্যাট হাতে এখনও পর্যন্ত নিষ্প্রভই রয়েছেন ধোনি। পরের আইপিএল মাস ছয়েকের মধ্যেই হতে পারে। সেজন্য ধোনির ফর্মে ফিরে আসাটা অত্যন্ত প্রয়োজন দলের স্বার্থে। এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা। তিনি মনে করছেন, ধোনির ফর্ম চলে এরকম বলাটা এখন একদমই ঠিক নয়। আসলে ধোনির এই বছরটা ভাল যায়নি। একইসঙ্গে সঙ্গাকারা মনে করছেন,আইপিএলের মতো টুর্নামেন্ট, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা টক্করে নামেন, সেখানে ফর্মে থাকতে গেলে সারা বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে থাকতে হবে।

সঙ্গাকারা বলেছেন, একটা সিজন বা সিরিজ খারাপ যেতেই পারে। এটা এমএসের ক্ষেত্রেও হয়েছে। এর প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। আর এটা ঘটেছে ধোনির কেরিয়ারের একেবারে শেষ লগ্নে।তার মানে এই নয় যে সিএসকে-তে ধোনির গুরুত্ব ফুরোল। তাঁকে এই পর্বটা পেরোতে হবে।

এর সঙ্গে তাঁর সংযোজন ,ধোনি খেলার ও পারফর্ম করার খিদে এখনও রয়েছে। সঙ্গাকারা বলেছেন, ধোনি এমন প্লেয়ার নিজের হাফসেঞ্চুরির থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে আগ্রহী। এভাবেই ধোনি নিজের ইনিংস সাজান, এভাবেই চিন্তাভাবনা করেন। দলের জয়ে অবদান রাখতে পারাটাই তাঁর লক্ষ্যে। ১০ রান করেও সেই লক্ষ্যে পৌঁছনো গেলেই তিনি খুশি।
তিনি আরো বলেন ব্যক্তিগত ফর্ম নিয়ে ধোনি অবশ্যই হতাশ হবেন। পরের মরশুমে এই সমস্যার সমাধানের উপায় হাতে থাকছে ধোনির। কিন্তু সেজন্য এর মাঝে তাঁকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হবে। পরের মরশুম শুরু হতে আর দেরি নেই। তাই ফর্মে ফিরতে আরও বেশি করে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হবে।

Advertisement

#Trending

More in IPL League