
ভারতীয় দলে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যর্থতার পর নতুন নেতা হয়েছেন রোহিত শর্মা। তবে নেতা হয়েই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনিও। সম্ভবত খুব তাড়াতাড়ি এমন সময় আসতে চলেছে যখন বিরাট-রোহিত ছাড়া অন্য কোন ক্রিকেটারের হাতে তুলে দিতে হবে দলের ব্যাটন। ইতিমধ্যে ভবিষ্যতে ভারতীয় দলের নতুন নেতা কে হতে পারেন তা নিয়ে ছোট্ট সমীক্ষা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেখানে ঋষভ পন্থ, কে এল রাহুল এবং জসপ্রীত বুমরাহর নাম উঠে এসেছে।
তবে এসব পথ ছেড়ে এবার ভিন্ন পথের দিশা দেখালেন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। তিনি অভিজ্ঞতার সাথে পারফরম্যান্সের আমূল মেলবন্ধন করে ভবিষ্যতে ভারতীয় দলের নেতাকে খুঁজে দিলেন। এদিন আম্বাতি রাইডু বলেন, খুব তাড়াতাড়ি ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন রবীন্দ্র জাদেজা। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের হাতে ভারতীয় দলের সুদিন আসতে পারে বলে মনে করেন রাইডু।
উল্লেখ্য, চলতি বছর আইপিএলের মেগা আসরে চেন্নাই সুপার কিংসের নতুন নেতা হয়েছেন রবীন্দ্র জাদেজা। যদিও অধিনায়ক হিসেবে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। এখনও পর্যন্ত চেন্নাই ৭ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে। হলুদ জার্সিধারীদের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। ১০ দলীয় লড়াইয়ে গতবারের ও চারবারের চ্যাম্পিয়ন দলের অবস্থান ৯ নম্বরে। তবে ভবিষ্যতে তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ভালো ফল করবে বলে মনে করছেন আম্বাতি রাইডু।
আপনাদের জানিয়ে রাখি, রবীন্দ্র জাদেজার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন চেন্নাইয়ের হলুদ জার্সিতে। ২০১২ সালে চেন্নাই শিবিরে যোগ দেন জাদেজা। এরপর ২০১৬-১৭ মরশুমে গুজরাটের হয় আইপিএল খেলেন তিনি। ফের অন্তর্ভুক্ত হন চেন্নাই শিবিরে। চলতি বছর আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দুইদিন পূর্বে মহেন্দ্র সিং ধোনি দলের পূর্ণ স্বাধীনতা তুলে দেন জাদেজার হাতে।
