
ধনকুবের মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটার তিলক বর্মা। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে এখনও খাতা খুলতে পারেনি পয়েন্ট টেবিলে। আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত দুটি দলের বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে ছিল মুম্বাই। এছাড়া দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২৩ রানে পরাজিত হয়েছিল রোহিত শর্মার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার তিলক বর্মা। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭০ রানে ইনিংস শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার সাথে সাথে ব্যর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রাজস্থানের বিরুদ্ধে মুম্বাইয়ের পরাজয়ের সত্বেও নজর কেড়েছিলেন ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। মাত্র ১৯ বছর বয়সী তিলক ভার্মা মাত্র ৩৩ বলে ৬১ রান করেন। যার মধ্যে ৫টি ছক্কা এবং তিনটি চার ছিল।
এরপর সংবাদ শিরোনামে উঠে আসেন ভারতের এই তরুণ ক্রিকেটার। যার আত্মজীবনী রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ শেষে তিলক বর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”নিজেদের কোনো বাড়ি নেই। তাই আইপিএল খেলে প্রথম রোজগারে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চাই।” তিনি আরো বলেন,”বাবা স্বল্প বেতনের চাকরি করতেন। দাদা নিজের পড়াশুনার খরচ নিজেই জোগাড় করতেন গৃহ শিক্ষকের কাজ করে। এছাড়া আমার প্রশিক্ষণের খরচ আসতো ছোটখাটো ম্যাচ ফি দিয়ে কিংবা ছোটখাটো বিজ্ঞাপনে কাজ করে। তাই আইপিএলের প্রথম রোজগারে নিজেদের বড় স্বপ্ন পূরণ করতে চাই আমি।
