
২০২০ আইপিএলের খেলা এখন অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। এখনও টুর্নামেন্টে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিতে পারেনি কেকেআর। আবার এও নয় যে, নাইটরা টুর্নামেন্টে একেবারেই ভাল খেলতে পারেনি। আসলে কেকেআরের যেটা মূল সমস্যা সেটা হল, আন্দ্রে রাসেলের ফর্ম না থাকায় দ্রুত গতিতে রান উঠছে না। সেই সমস্যা মেটাতে এবার বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের মাঝপথেই নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সেইফের্টকে সই করিয়ে ফেলল কেকেআর। আমেরিকার পেসার আলি খানের জায়গায় নাইট জার্সিতে খেলতে দেখা যাবে তাকে।
He's got a 💯 off 40 balls in T20 cricket!
That speaks for itself!
Here's welcoming explosive Kiwi, Tim Seifert.#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/nFVjmgJNsP
— KolkataKnightRiders (@KKRiders) October 20, 2020
আইপিএলে হ্যারি গার্নির পরিবর্ত হিসেবেই কেকেআরে এসেছিলেন আমেরিকার পেসার আলি খান। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। শেষমেশ তিনিও কোনও ম্যাচ খেলার আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সেইফের্টের নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। আরসিবি ম্যাচের আগে মঙ্গলবার গভীর রাতে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করেছে নাইটরা।
IPL 2020: Kolkata Knight Riders rope in New Zealand wicketkeeper Tim Seifert, pacer Ali Khan ruled out
IPL 2020: KKR rope in Tim Seifert as Ali Khan’s replacement pic.twitter.com/J5PAD2VlqJ— GUWAHATI METRO TIMES (@guwahati_m_time) October 21, 2020
সেইফের্ট উইকেটরক্ষক হওয়ার পাশাপাশি মারকুটে ব্যাটসম্যানও।
Tim Seifert roped in as Ali Khan's replacement in KKR.
Details: https://t.co/w3wItnM0Gv#IPL2020 pic.twitter.com/AXjxBNTrPK
— Cricket.com (@weRcricket) October 18, 2020
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে মাত্র ৪০ বলে ১০০ করার রেকর্ড আছে তাঁর। সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। যদিও সেখানে রেকর্ড খুব একটা ভাল নয়। নাইটদের হয়ে তিনি আইপিএলে কেমন পারফরম্যান্স করতে পারেন সেটাই এখন দেখার।
