
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লখনউ এবার তাদের দলের লোগো প্রকাশ করল জনসম্মুখে। সপ্তাহ খানেক আগে লখনউ-এর নামকরণ করা হয়েছে। আসন্ন ‘ক্রোড়পতি লিগ’-এ নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) হিসাবেই পথ চলবে বলে জানিয়ে দেন গোয়েঙ্কা। এরপর গতকাল
লখনউ সুপার জায়ান্টস তাদের দলের লোগো প্রকাশ করেছে। তবে লোগো প্রকাশের ক্ষেত্রে একাধিক নৈপুণ্যতার পরিচয় দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যেখানে ভারতের সংস্কৃতির সাথে দেশপ্রেমের অনন্য মেলবন্ধন তৈরি করা হয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের তরফ থেকে তাদের দলের লোগোর মাহাত্ম্য প্রকাশ করা হয়েছে। যেখানে লোগোর মধ্যখানে অবস্থিত বিষ্ণুপুরাণে বর্ণিত গরুড় অঙ্কিত করা হয়েছে। সাথে গরুড়ের ডানা হিসেবে ভারতীয় পতাকার নকশা তুলে ধরেছে লখনউ সুপার জায়ান্টস।
এলএসজি-র তরফে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, “পৌরাণিক গরুড় পাখির ব্যবহার হয়েছে রক্ষক হিসাবে। তার ক্ষমতা দ্রুততার সঙ্গে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার বার্তাও দিচ্ছে। গরুড় ভারতীয় সংস্কৃতিতে সর্বত্র বিরাজমান। তেরঙা ডানা প্রতিষ্ঠা করেছে লখনউ সুপার জায়ান্টসের সারা দেশ জুড়ে আবেদন। পাখির শরীরের ও ব্যাটের নীল রংয়ের সঙ্গে লাল-কমলা বল ক্রিকেটের তাৎপর্য বুঝিয়ে দিচ্ছে। এটা শুভ ‘জয় তিলক’-এর মতো।”
Soaring towards greatness. 💪🏼
Lucknow Super Giants is all set to stretch its wings. 🔥
Prepare for greatness! 👊🏼#LucknowSuperGiants #IPL pic.twitter.com/kqmkyZX6Yi— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
আসন্ন ২০২২ আইপিএলের জন্য লখনউ সুপার জায়ান্টস ৭৯০ কোটি টাকা মূল্যে নতুন দল গঠন করেছে। লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যে তাদের দলের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে ১৭ কোটি টাকা মূল্যে দলে অন্তর্ভুক্ত করেছে। দল গঠন থেকে শুরু করে দলের নাম অঙ্কন এবং লোগো প্রকাশ সবকিছুতেই যেন আলাদা তাৎপর্যের সৃষ্টি করেছে লখনউ সুপার জায়ান্টস। সংস্কৃতের সঙ্গে ভারতীয় পতাকার মেলবন্ধন লখনউ সুপার জায়ান্টসের সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীদের সম্পর্ক সৃষ্টি করেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।
