Connect with us

IPL League

দেখুন অনুষ্কার সঙ্গে বিরাট এটা কী করলেন

Advertisement

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে অনুশীলনের জার্সিতে তখন টিম মিটিংয়ে ব্যস্ত আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আর সেখান থেকেই ইশারায় গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার কাছে তিনি জানতে চাইলেন, অনুষ্কা খাবার খেয়েছে কিনা? থামস আপ দেখিয়ে অনুষ্কাও সাড়া দিলেন। বিরুষ্কার ভালোবাসার রসায়নের এই ছবি ক্যামেরাবন্দি হতেই মন ছুঁয়ে গেল নেটিজেনদের।

ভিডিওতে দেখা যায় ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি তাঁর দলের সাথে দাঁড়িয়েছিলেন। স্ট্যান্ডে স্ত্রী অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে দেখছিলেন। বিরাট কোহলি যখন তার দিকে তাকালেন, তখন তিনি ইঙ্গিত করলেন এবং অনুষ্কাকে খাবার খেয়েছেন কিনা তা প্রশ্ন করলেন। অনুষ্কা শর্মাও হেসে বিরাট কোহলিকে তার উত্তর দিলেন। এটি দেখে বিরাট কোহলিও হাসলেন।

অনুষ্কা শর্মা গর্ভবতী এবং তিনি জানুয়ারিতে সন্তানকে জন্ম দিতে চলেছেন। বিরাট কোহলির স্ত্রী বর্তমানে দুবাইতে রয়েছেন এবং আইপিএলে বিরাট কোহলিকে সমর্থন করছেন। প্রতি ম্যাচেই তাকে দলকে সমর্থন করতে দেখা যায়।

Advertisement

#Trending

More in IPL League