
আইপিএলের ৩৫ নম্বর আজ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ভারতীয় দুই অধিনায়কের শক্তিশালী দল পরস্পরের মুখোমুখি আজ। বর্তমানে চেন্নাই সুপার কিংস ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তাছাড়া রান রেটের ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিগত ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে লজ্জাজনকভাবে হেরে আজকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে। বর্তমানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার তৃতীয় নম্বরে রয়েছে। আজকের ম্যাচ দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত এই দুটি দল পরস্পরের বিরুদ্ধে ২৬ বার মোকাবেলা করেছে। যেখানে চেন্নাই সুপার কিংস মোট ১৭ বার রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে পরাজিত করেছে। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৯ বার চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও মাঠে ধুলোর ঝড়ের জন্য টস করতে অনেকটা বিলম্ব হয়েছিল। তার পরেও দুই দলের পুরো খেলাটা চালিয়ে যাওয়ার সম্মত দিয়েছিল ম্যাচ আম্পায়ার। মহেন্দ্র সিং ধোনির আহবানে প্রথমে ব্যাটিং করতে নামে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ওপেনিং জুটিতে অধিনায়ক বিরাট কোহলি এবং দেবদত্ত পদ্দিকল দুর্দান্ত শুরু করলেও মিডিল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। দলের অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান দেবদত্ত পদ্দিকলের অনবদ্য ৭০ রানের উপর ভর করে ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
কিন্তু প্রথম ১০ ওভারে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে চিন্তায় ফেলে দিয়েছিল। দুই ওপেনিং ব্যাটসম্যানের পার্টনারশিপে প্রায় শতরানের দোরগোড়ায় পৌঁছে যায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কিন্তু অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মস্তিষ্কে আবারও ম্যাচে ফিরে আসে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে ডোয়েন ব্র্যাভো মূল্যবান তিনটি উইকেট দখল করেন। এছাড়া দীপক চাহার দুটি এবং শার্দুল ঠাকুর একটি মূল্যবান উইকেট দখল করেন। বিরতি শেষে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামবে চেন্নাই সুপার কিংস।
