Connect with us

Cricket News

Sanjay Manjrekar: বিরাট কোহলির পর কে হবেন RCB-র অধিনায়ক? এই ৩ ক্রিকেটারকে হিসেবে বেছে নিলেন সঞ্জয় মঞ্জরেকর

Advertisement

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বলে ঘোষণা করেছেন। এর আগে তিনি ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১৩ সাল থেকে টানা অধিনায়কত্ব করে আসছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। হঠাৎ তাঁর এই কঠোর নির্ণয়ে হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যদি পরবর্তী আইপিএলের আসরে তিনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক না হন তাহলে নতুন অধিনায়ক কে হবে সে নিয়ে চলছে জোর আলোচনা।

ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্রিকেটারের নাম উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পরবর্তী অধিনায়ক হিসেবে। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বিরাট কোহলির পরিবর্তক হিসেবে এই ৩ জন ক্রিকেটারের নাম সামনে আনলেন। চলুন দেখে নেওয়া যাক-

১. ডেভিড ওয়ার্নার: এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান সানরাইজ হায়দ্রাবাদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিনি ইতিপূর্বে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল ট্রফি জিতিয়েছেন। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদে কে এল উয়িলিয়ামসনের মতো একজন অধিনায়ক থাকায় ডেভিড ওয়ার্নার শুধুমাত্র একজন ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন। তাই আসন্ন মেগা অকশনে তিনি অধিনায়ক হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে অন্তর্ভুক্ত হতে পারেন।

২. কায়রন পোলার্ড: অভিজ্ঞ কাইরন পোলার ইতিমধ্যে দেশের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে অধিনায়কত্ব করে থাকেন। এমনকি ভারতীয় প্রিমিয়ার লিগে রোহিত শর্মার অবর্তমানে তিনি দলের দায়িত্ব সামলে থাকেন। তাই তিনি একজন যোগ্য অধিনায়ক হতে পারেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের।

৩. সূর্য কুমার যাদব: ভারতীয় দলের এই বিধ্বংসী ব্যাটসম্যান এখনো পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন না করলেও তাকে সময় দিলে নিশ্চয়ই ভালো অধিনায়ক তৈরি করতে পারবেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি আরো যুক্ত করেন, আমি এমন কাউকে খুঁজছি যিনি কমপক্ষে তিন বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়কত্ব করতে পারেন। আর সেই দিক থেকে সবচেয়ে উপযুক্ত অধিনায়ক হতে পারেন সূর্য কুমার যাদব।

Advertisement

#Trending

More in Cricket News