
চলতি আইপিএলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যর্থ ধারাবাহিকতা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটি মেগা টুর্নামেন্টে খেলবে ভারত। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে হাজারো ব্যস্ততার মধ্যে বিস্ময়কর রেকর্ড গড়েছেন দুই কিংবদন্তি।
জানলে অবাক হবেন, চলতি আইপিএলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একটি ইনিংসে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দুজনেই ব্যক্তিগত ৩৬ বল মোকাবেলা করে ৪৮ রানের ইনিংস খেলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৬ বলে ৪৮ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে, গতকাল সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষেও ৩৬ বল মোকাবেলা করে ৪৮ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে এমন বিস্ময়কর রেকর্ড ইতিপূর্বে নেই কোন ক্রিকেটারদের।
আপনাদের জানিয়ে রাখি, চলতি মৌসুমে ১৩টা ম্যাচে কোহলি করেছেন ২৩৬ রান। গড় ১৯.৬৭। স্ট্রাইক রেট ১১৩.৪৬। একটি অর্ধশতরান ও তিনটে গোল্ডেন ডাক রয়েছে কোহলির ঝুলিতে। আইপিএলে গত ১৪ বছরে সবথেকে খারাপ পারফরমেন্স কোহলির। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৩ ম্যাচে মাত্র ২৬৬ রান করেছেন। গড় ২০.৬। স্ট্রাইক রেট ১২৫.২৯। ১৩ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে রোহিত এক সংখ্যার রানে আউট হয়েছেন। তাছাড়া চলতি আইপিএলে একটি গোল্ডেন ডাক রয়েছে তার নামে।
