Connect with us

Cricket News

IPL 2022: আইপিএলে দর্শক প্রবেশের অনুমতি, কবে এবং কোথায় পাবেন টিকিট? জেনে নিন বিস্তারিত

Advertisement

আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা! আইপিএলের পঞ্চদশ তম আসরের আয়োজন এখন তুঙ্গে। আগামী ২৬ মার্চ আইপিএল প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি নতুন ফ্র্যাঞ্চাজির সংযুক্ত করতে ভারতীয় প্রিমিয়ার লিগের জৌলুস অনেকটাই বাড়তে চলেছে। করো না পরিস্থিতির মধ্যে সবকিছু ঠিক রাখতে ক্রিকেটারদের এবং খেলার মাঠে একাধিক নিয়ম লাগু করতে চলেছে বিসিসিআই। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল যে, আদৌ আইপিএলের আসরে কি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, স্টেডিয়ামের ক্ষমতা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ২৩ মার্চ অর্থাৎ বুধবার থেকেই টিকিট বিক্রি শুরু হবে। বিগত দিনে সাধারনত প্রথম ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে থেকে টিকিট বিক্রি হয়। তবে এ বার দেরি হয়েছে, তার কারণ টিকিট বিক্রি, দর্শক প্রবেশ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরী হয়েছে। তবে অবশেষে সেই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকের কলরবে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা আসর।

® কবে এবং কোথা থেকে পাবেন টিকিট: বিসিসিআই সূত্রে খবর স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশের বেশি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার প্রথম ম্যাচের টিকিট বিক্রি আজ থেকে শুরু হবে। ২৩ মার্চ থেকে iplt20.com, bookmyshow.com এবং insider.in, TicketGenie, EventsNow and Paytm-এ টিকিট পাওয়া যাবে।

এছাড়া যে চারটি স্টেডিয়ামে খেলার আয়োজন করতে চলেছে বিসিসিআই সেই স্টেডিয়ামগুলোতে অফলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করেছে বিসিসিআই। তবে বিগত দিনের মত টিকিটের মূল্য একই থাকবে না। স্টেডিয়াম অনুযায়ী টিকিটের মূল্য বৃদ্ধি পাবে।

Advertisement

#Trending

More in Cricket News