Connect with us

IPL League

নিজেদের হারের কারণ ব্যাখ্যা বিরাটের

Advertisement

নিজেদের ব্যাটিং পাওয়ার ভালো না হওয়ার কারনেই গতকাল মুম্বইয়ের কাছে লজ্জাজনক ভাবে হেরেছে ব্যাঙ্গালোর। নিজের মুখেই এই কথা স্বীকার করলেন দলের অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে প্রশংসা করলেন মুম্বইয়ের ব্যাটসম্যানদেরও।

বিরাট জানান, “আমরা শেষ ৫ ওভারে ভালো ব্যাটিং করতে পারিনি, যত রান আমাদের করা উচিত্‍ ছিল সম্ভবত তত রান আমরা করতে পারিনি। প্রায় ২০ রান আমরা কম করেছি। আমরা শেষ ৫ ওভারে যে শটই খেলেছি সব ফিল্ডারদের কাছে গিয়েছে। ওরা শেষ ৫ ওভারে ভালো জায়গায় বোলিং করেছে আর আমাদের ২০ রান কম করতে দিয়েছে।”

নিজেদের দলের বোলিং নিয়েও প্রশংসা করেন তিনি। বলেন, “যদিও দ্বিতীয় ইনিংসেও আমরা ১৭ ওভার পর্যন্ত খেলায় ছিলাম। আমাদের বোলারদের মধ্যেও এটা একটা ভালো প্রয়াস ছিল। আমরা ডেল আর মরিসকে শুরুর দিকের সুইং আর পাওয়ার প্লে-তে ওয়াশিংটন সুন্দরের জন্য ভেবেছিলাম। আমাদের ওখানে কিছু উইকেট দরকার ছিল, কিন্তু ওদের ওপেনিং ব্যাটসম্যানরা ভাল কাজ করেছে”।

প্রসঙ্গত, আইপিএল ২০২০-র ৪৮ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কার্যনির্বাহী অধিনায়ক কায়রন পোলার্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এরপর আরসিবির দেওয়া ১৬৫ রানের লক্ষ্যকে মুম্বই ১৯ ওভারেই হাসিল করে নেয় আর ৫ উইকেটে এক দুর্দান্ত জয় হাসিল করে। এই জয়ের সঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল হিসাবে প্লে অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে।

Advertisement

#Trending

More in IPL League