
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দল লখনউ-এর দিকে দৃষ্টি এখন সবার। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার শেষ নেই ৭০৯০ কোটি টাকা মূল্যের এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। ইতিমধ্যে লখনউ আইপিএল ২০২২-এর জন্য দলের প্রধান কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করেছে। ফ্লাওয়ার আইপিএল ২০২১-এ পাঞ্জাব কিংসের সাথে যুক্ত ছিলেন। তাছাড়া আগামী দুই মরশুমের জন্য গৌতম গম্ভীরকে পরামর্শদাতা নিয়োজিত করেছে। তবে মেগা নিলামের আগে সম্ভাব্য একাদশ তৈরি করতে এখন মরিয়া লখনউ শিবির। ইতিমধ্যে পুরনো আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের দপ্তরে।
একাধিক তারকা ক্রিকেটার মেগা নিলামে নাম লেখাতে চলেছেন। যেখানে ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি একাধিক বিদেশি তারকা ক্রিকেটার রয়েছেন। আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লখনউ যে মেগা অকশনে সর্বোত্তম ক্রিকেটার কিনবে তাতে সন্দেহ নেই। ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কেমনভাবে দল সাজাতে পারে লখনউ? চলুন দেখে নেওয়া যাক, লাখনউ শিবিরের সেরা একাদশ কেমন হতে পারে-
একাধিক মিডিয়ার মান্যতা অনুযায়ী, নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ তাদের দলনেতা হিসেবে ভারতীয় ওপেনার কে এল রাহুলকে নির্বাচন করতে পারে। কে এল রাহুলের সাথে ওপেনার হিসেবে প্রথম পছন্দের তালিকায় থাকতে পারেন শুভমান গিল। তৃতীয় এবং চতুর্থ বিকল্প হিসেবে দলে থাকতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
পঞ্চম বিকল্প হিসেবে লখনউ ধরে রাখতে পারে শাহরুখ খানকে। অলরাউন্ডার হিসেবে পছন্দের তালিকায় থাকতে পারেন মার্কাস স্টইনিস এবং বেন স্টোকস। তাছাড়া স্পিনার বিকল্প হিসেবে থাকতে পারেন রশিদ খান এবং ভারতীয় চতুর বোলার যুজবেন্দ্র চাহাল। পেস বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং ভারতীয় সুইং কিং ভুবনেশ্বর কুমার।
লখনউ-এর সম্ভাব্য শক্তিশালী একাদশ: কে এল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, শাহরুখ খান, মার্কাস স্টোইনিস, বেন স্টোকস, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট।
