
আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এবার আইপিএলের মেগা নিলামে নাম উঠতে চলেছে মোট ১২১৪ জন ক্রিকেটারের। বর্তমানে সব ফ্র্যাঞ্চাইজি চুল ছেড়া বিশ্লেষণ করতে ব্যস্ত। কোন ক্রিকেটারকে নিয়ে দল সাজাবে সেটাই এখন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান লক্ষ্য। একাধিক তারকা ক্রিকেটারকে তাদের পুরনো শিবির রিলিজ করতে বাধ্য হয়েছে। ফলে নতুনভাবে তারকাসমৃদ্ধ দল গঠন করার সুযোগ রয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির জন্য। এদিকে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস তাদের অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) রিলিজ করেছে।
উল্লেখ্য, বিগত ৪ মরশুমে শার্দুল ঠাকুর চেন্নাইয়ের জন্য দুবার শিরোপা ঘরে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিগত কয়েক বছর ধরে বল এবং ব্যাটে অতুলনীয় হয়ে উঠেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তাই এবারের মেগা অকশনে তিনি যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির নজরে থাকবেন সে কথা নিশ্চিত। তবে এরই মধ্যে শার্দুল ঠাকুরের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সফরেও ‘ক্রোড়পতি লিগ’-এর খেলোয়াড় বেচাকেনার প্রসঙ্গে উঠেছিল খাবারের টেবিলে। হোটেলে বসে আসন্ন আইপিএল নিলাম নিয়ে আলোচনা করছিলেন কেএল রাহুল (KL Rahul), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
সেই আলোচনায় শার্দুল ঠাকুর অবাক করা প্রশ্ন করেছেন নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ-এর সদ্য অধিনায়ক কে এল রাহুলকে। দক্ষিণ আফ্রিকায় হোটেলে বসে ক্যাপ্টেন রাহুলকে হাল্কা ছলেই শার্দূল প্রশ্ন ছু়ড়ে দেন, “আমাকে নেওয়ার জন্য তোমাদের বাজেট কত?” যা শুনে রাহুল বলেন, “বেস প্রাইস”। রাহুলের পাশে বসা চাহাল তখন শার্দূলকে বলেন, “ভাই আমার ভগবানের দোহাই, কথাটা বেস প্রাইস, বাজেট নয়।” যা শুনে সেখানে অবস্থানরত প্রত্যেকেই হেসে গড়াগড়ি খেতে থাকেন।
উল্লেখ্য, কে এল রাহুল প্রীতি জিন্টার দল ছেড়ে বর্তমানে লখনউ শিবিরের নাম লিখিয়েছেন। ১৭ কোটি টাকায় লখনউ কে এল রাহুলকে কিনে নিয়েছে। এদিকে যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দিয়েছে তার পুরনো শিবির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সুতরাং আসন্ন মেগা নিলামে শার্দুল ঠাকুরের সাথে তিনিও প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন।
