Connect with us

Cricket News

IPL 2022: কবে চেন্নাই শিবিরে যোগ দেবেন দীপক চাহার? ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে এলো বড় আপডেট!!

Advertisement

পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে চেন্নাইয়ের সামনে এখন বিশাল লক্ষ্যমাত্রা। আজ আবার শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। ডেথ ওভারে রীতিমত নাভিশ্বাস উঠছে চেন্নাই শিবিরে। পর্যাপ্ত রানের টার্গেট সেট করেও শেষ পাওয়ার প্লেতে ম্যাচ হাতছাড়া হচ্ছে রবীন্দ্র জাদেজার। তাই এরই মধ্যে জোর জল্পনা, কবে চেন্নাই শিবিরে যোগ দেবেন ১৪ কোটির দীপক চাহার।

মেগা নিলাম থেকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক মূল্য চেন্নাই সুপার কিংস দীপক চাহারকে দলে টেনেছিল। দীপক চাহারের পূর্বে চেন্নাই শিবির মেগা নিলাম থেকে সর্বাধিক ১২ কোটি টাকা মূল্যের ক্রিকেটার কিনেছিল। বিগত কয়েক মরশুম ধরে দুর্দান্ত সাফল্যের সাথে দীপক চাহার প্রথম পাওয়ার প্লে এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আসছেন। তবে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে চোট পেয়ে দলছুট হন দীপক চাহার। আইপিএলের মেগা আসর শুরু হলেও চোট সারিয়ে নিজের শিবিরে যোগ দিতে পারেননি দীপক চাহার।

বর্তমানে ভারতীয় এই অলরাউন্ডার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলেছে, চাহার দুই সপ্তাহের মধ্যে এনসিএ থেকে ছাড়া পেয়ে যাবেন। সে ক্ষেত্রে এই মাসের শেষের দিকে তিনি ম্যাচ খেলতে নামতে পারবেন। আশা করা হচ্ছে, ২৫ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরতি লিগের ম্যাচে প্রথম একাদশে তিনি থাকতে পারেন। সেই হিসেবে এই ম্যাচটি চেন্নাইয়ের আট নম্বর ম্যাচ হবে। অর্থাৎ ১৪ কোটির প্লেয়ারকে ছাড়াই লিগের প্রায় অর্ধেক ম্যাচ তত দিনে খেলে ফেলবে। অর্থাৎ, দীপক চাহারকে ছাড়াই সাফল্যের সাথে গ্রুপ পর্যায়ে বেশিরভাগ ম্যাচ খেলতে হবে চেন্নাই সুপার কিংসকে।

Advertisement

#Trending

More in Cricket News