
ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না এবারের আইপিএলে একজন ক্রিকেটার নয় বরং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। নিজের কর্মজীবন শুরু করেছেন একদম আলাদা মাধ্যমে। ধারাভাষ্যকার হিসেবে গতকাল থেকে পথচলা শুরু করলেন মিস্টার আইপিএল। আপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএলের মেগা অকশনে সুরেশ রায়নাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এমনকি তার পুরোনো শিবির চেন্নাই সুপার কিংসেও জায়গা পাননি সুরেশ রায়না। গতকাল আকাশ চোপড়া, হরভজন সিংয়ের সাথে ধারাভাষ্যকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছেন রায়না।
গতকাল ধারাভাষ্য দেওয়ার সময় সুরেশ রায়না IPL 2022-এর প্লে-অফে পৌঁছাবে কোন চারটি দল, এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সুরেশ রায়না নিজের শিবির থেকে বিতাড়িত হল ভুলে যাননি চেন্নাইকে। তিনি বলেন,’মহেন্দ্র সিং ধোনি আমার জন্য আজীবন ক্যাপ্টেন থাকবেন।’এমনকি আইপিএলের প্রথম ম্যাচ কলকাতার নিকট পরাজিত হওয়ার পরেও চেন্নাইয়ের উপর আস্থা রেখেছেন সুরেশ রায়না। তিনি ২০২১ আইপিএলের প্রেক্ষাপট আলোচনায় অন্তর্ভুক্ত করে বলেন, ‘লড়াকু চেন্নাই সুপার কিংস অবশ্যই জায়গা করে নেবে সেরা চারে।’
এছাড়া সবাইকে অবাক করে বাকি তিনটি দল বেছে নিয়েছেন সুরেশ রায়না। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা কলকাতা নাইট রাইডার্সকে সেরা চারে জায়গা দেওয়ার প্রয়োজন মনে করেননি সুরেশ রায়না। তিনি তার পছন্দের তালিকায় বাকি তিনটি দল হিসেবে রেখেছেন দিল্লি ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসকে।
আপনাদের জানিয়ে রাখি, গতকাল আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। আজ দিনের প্রথম খেলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া দিনের দ্বিতীয় খেলায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব কিংস।
