Connect with us

Cricket News

IPL 2021: প্লে-অফের দৌড়ে প্রথম যোগ্যতা অর্জন চেন্নাইয়ের, বাকি তিনটি দল নিয়ে এখনও জল্পনা

Advertisement

গতকাল, বৃহস্পতিবার প্লে-অফের দৌড়ে প্রথম যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। চেনা ছকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আরো তিনটি দলকে যোগ্যতা অর্জন করতে হবে প্লে-অফে প্রথম চারে থাকার জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিমধ্যেই ছিটকে গেছে প্লে-অফের দৌড় থেকে। দিল্লি ক্যাপিটালস্ ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিগ টেবিলে। পরের তিনটি ম্যাচে জয় না মিললেও প্লে অফের তালিকার তৃতীয় স্থানে থাকা নিশ্চিত। ঋষভ পন্থের দল প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করতে পারে খেলার শেষে।

১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যান্য দলের তুলনায় বিরাট বাহিনীর রান রেট অনেকটাই কম। বাকি ম্যাচগুলোতে জিৎতে না পারলে প্লে-অফের দৌড় শেষ করতে হবে বিরাট বাহিনীকে। লিগ টেবিলে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইয়ন মর্গ্যানের টিম। মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে কলকাতা নাইট রাইডার্সের মোট রান রেট অনেক ভালো। পরের তিন ম্যাচে জিৎতে পারলে প্লে-অফে যাওয়া নিশ্চিত হলেও হতে পারে নাইট বাহিনীর।

লিগ টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্সও ১০ পয়েন্ট নিয়ে রয়েছে। পরের ম্যাচগুলোতে বড় ব্যবধানে যদি জিৎতে পারে তবেই কলকাতা নাইট রাইডার্সের থেকে মোট রান রেটে এগোতে পারবে মুম্বাই। প্রথম চারে থাকার সুযোগ রয়েছে রোহিত বাহিনীদেরও। প্লে-অফের দৌড়ে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারে পাঞ্জাব কিংস। শেষ তিন ম্যাচে ১৪ পয়েন্ট পেতে পারলেই যেতে পারবে প্রথম চারে। তবে পাঞ্জাব কিংসের প্লে-অফে পৌঁছানোর লড়াই বেশ শক্ত।

৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তবে অন্যান্য দলের তুলনায় রান রেটে বেশ অনেকটাই কম রাজস্থান রয়্যালসের। তবে খাতায়-কলমে রাজস্থান রয়্যালসের প্লে-অফের তালিকায় যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেই লড়াই হতে চলেছে খুব কঠিন।

Advertisement

#Trending

More in Cricket News