Connect with us

Cricket News

KKR Vs DC: কোন ভুলে দিল্লির সামনে মুখ থুবড়ে পড়ল কলকাতা?

Advertisement

গতকাল গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের লজ্জাজনক পরাজয় একাধিক জিজ্ঞাসা চিহ্নের জন্ম দিয়েছে। মরণ বচনের লড়াইয়ে গতকাল শক্তিশালী দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা। সেখানে ৪ উইকেটে কলকাতার বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় দিল্লি। বলতে গেলে কলকাতার ব্যাটিং অর্ডার ধ্বংস করে খুব সহজেই ম্যাচ জেতে দিল্লি। সাথে সাথে চলতি আইপিএলে প্লে-অফে পৌছানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় কলকাতার। ফলশ্রুতিতে ইডেন গার্ডেন্সে প্লে-অফে মাঠে নামার কোনরকম সুযোগ নেই নাইট বাহিনীর জন্য। কেন দিল্লির বিরুদ্ধে লজ্জাজনক পরাজায় ঘটলো কলকাতার?

প্রথমতঃ, দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে কলকাতার। নির্ধারিত বল পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নাইট বাহিনী।

দ্বিতীয়তঃ, পাওয়ার প্লের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। অ্যারন ফিঞ্চ এবং ভেঙ্কটেশ আইয়ারের ব্যর্থ ইনিংস বিপদে ফেলে শ্রেয়াস আইয়ারদের।

তৃতীয়তঃ, ব্যাট হাতে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের “গোল্ডেন ডাক” পাওয়া কলকাতার পরাজয়ের অন্যতম প্রধান কারণ। ইনিংসের শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন আন্দ্রে রাসেল। তবে কুলদীপ যাদবের বুদ্ধিদীপ্ত বলে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ, দিল্লির ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নারকে তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে না পারা। শুরুতে ডেভিড ওয়ার্নারের ২৬ বলে ৪২ রান এবং পরে রোভম্যান পাওয়েলের ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস হারিয়ে দেয় কলকাতাকে।

Advertisement

#Trending

More in Cricket News