
২০২১ সালের আইপিএলের বাকি খেলাগুলো তড়িঘড়ি করে আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছোট্ট সময়ের মধ্যে এত বড় আসর আয়োজন করেছে তারা। যদিও করোনা পরিস্থিতির জন্য সুদূর আরব আমিরাতে আসর বসাতে হয়েছে ভারতকে। আর সেই জন্য আইপিএলের আসলে ঘটতে পারে বিপত্তি। বর্তমানে আরব আমিরাতে শুষ্ক আবহাওয়ার জন্য তাপের পরিমাণ অনেক বেশি। মাঠে নেমে কয়েক ওভার বল করতে না করতে হাঁপিয়ে পড়ছেন বোলাররা। এমনকি ব্যাটসম্যান ব্যাটিং শেষে ফিল্ডিং করতে যেতে দুর্বল হয়ে পড়ছেন। তাই চলতি আইপিএলে কি সব ক’টি ম্যাচ খেলতে দেখা যাবে রোহিত কোহলিদের এমন প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে।
কারণ বর্তমানে আরবের যে আবহাওয়া সেখানে, যে কোন ক্রিকেটার হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। টানা ম্যাচ খেলার পরে এই ভাগ আরো বেড়ে যেতে পারে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো প্রত্যেকটি ম্যাচে ক্রিকেটারদের ঘুরিয়ে ঘুরিয়ে খেলানোর চেষ্টা করছে। যাতে একজন ক্রিকেটারের উপর অধিক চাপ না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখছেন টিমের কর্মকর্তারা। তাহলে কি এই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছেন রোহিত-কোহলিরা? এখনো পর্যন্ত এই দুই দলের টিম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোন ধরনের মন্তব্য প্রকাশ করা হয়নি। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুই প্রধান অস্ত্র ফিট থাকা একান্ত প্রয়োজন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি। সূত্রের খবর, বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নিজেদের ক্রিকেটারদের সুস্থ এবং ফিট রাখার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করতে জানে। যদি তাদের মনে হয় কোন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া প্রয়োজন তাহলে তারা সেটা করবেন। কারণ আইপিএলের আসর থেকে সামনে আমাদের জন্য বড় একটি আসর অপেক্ষা করছে। তাই অবশ্যই আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সুস্থতা আমাদের কাছে একান্ত কাম্য। এখন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক করবে তারা মাঠে কোন ক্রিকেটারকে দিয়ে ম্যাচ খেলাবে। তাছাড়া খেলা সংক্ষিপ্ত ওভারের এবং মাঝখানে এক দুদিনের ছুটি থাকায় আবহাওয়া ক্রিকেটারদের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে এমন চিন্তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।
