
আইপিএলে পাঁচবার শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের চলতি আইপিএল যাত্রা মোটেও সুখকর হয়নি। পরপর তিনটি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের শেষ অংশে অবস্থান করছে মুম্বাই। এমন পরিস্থিতিতে হাজারো প্রশ্ন উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সে। শেষমেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে দায়ী করছেন একাধিক ক্রিকেটপ্রেমীরা। জসপ্রীত বুমরাহর সাথে তাল মিলিয়ে বোলিং করতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি বোলাররা। যদিও এই যুক্তিকে মানতে নারাজ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড।
এর পেছনে তিনি একাধিক কারণ ব্যাখ্যা করেছেন। তার মতে, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ বাকি প্রত্যেকটি দলের মতো শক্তিশালী। মাঠের মধ্যে সঠিক পরিকল্পনার অভাবে বোলাররা নিজেদেরকে উজাড় করে দিতে পারছেন না। ইনিংসের প্রথম ১০ ওভার পরিকল্পনামাফিক বোলাররা নিজেদের কাজ করলেও ম্যাচের বাকি অংশে তার ছাপ রাখতে পারছেন না বোলাররা। আর সেখানেই বারবার হেরে বসছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই জায়গাটিকে মেরামত করতে হবে দলের নেতা রোহিত শর্মাকে। সময় এবং সুযোগ বুঝে বোলারকে ব্যবহার করতে হবে।
আজ শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পয়েন্টস টেবিলে খাতা খুললেও মুম্বাই ইন্ডিয়ান্সের খাতা এখনো শূন্য। আজকের ম্যাচে জয় নিশ্চিত করতে না পারলে আইপিএলের প্লে-অফে পৌঁছানো স্বপ্নে পরিণত হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। এদিকে গতকাল আবারো বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। পরপর তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট।
