Connect with us

Cricket News

IPL 2022: ব্যাট হাতে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন কেন উইলিয়ামসন!!

Advertisement

আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডটি নিজের নামে করে ফেললেন সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি আইপিএলে প্রথম দুটি ম্যাচে পরাজিত হলেও টানা পাঁচ ম্যাচে জিতে মোটের উপর হায়দ্রাবাদ বেশ ভালো জায়গাতে রয়েছে। তবে সমস্ত রেকর্ড ভেঙে লজ্জাজনক রেকর্ড গড়তে পিছপা হলেন না বিতর্কিত অধিনায়ক উইলিয়ামসন। সবাইকে পেছনে ফেলে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা ওপেনার হিসেবে নিজের নাম লিখে ফেললেন আইপিএলের রেকর্ডে।

আইপিএল ইতিহাসে এক মরশুমে অন্তত ২০০ বল খেলা সব ওপেনারদের মধ্যে উইলিয়ামসনের ব্যাটিং স্ট্রাইক রেটই সবচেয়ে কম। এই মরশুমে এখনও পর্যন্ত উইলিয়ামসন মাত্র ৯৬.১৩ স্ট্রাইক রেট নিয়ে ১০ ম্যাচে ১৯৯ রান করেছেন, ব্যাটিং গড় ২২.১১। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হতেই এই লজ্জার রেকর্ড নিজের নামে করে ফেলেন তিনি। উল্লেখ্য, গতকাল দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১১টি বল নষ্ট করে মাত্র ৪ রান সংগ্রহ করেন উইলিয়ামসন।

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে আইপিএলের আসরে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করে লজ্জার রেকর্ড নিজের নামে লিখেছিলেন গ্রেইম স্মিথ। স্মিথ ২০০৯ সালে ৯৮.১৪ গড়ে রান করেছিলেন। অবশ্য এবার সেই রেকর্ড ভেঙে দিলেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে ধারাবাহিক ব্যর্থতা ধীরে ধীরে দলকে বিপদে ফেলছে। টানা পাঁচ ম্যাচে জয়লাভের পর টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। ফলে প্লে-অফের লড়াইটা নিঃসন্দেহে কঠিন হয়ে দাঁড়িয়েছে উইলিয়ামসনদের সামনে। বর্তমানে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ।

Advertisement

#Trending

More in Cricket News