Connect with us

Cricket News

Virat Kohli: এই নিয়ে IPL-এ চারবার ‘গোল্ডেন ডাক’! খারাপ সময় পিছু ছাড়ছে না কোহলির

Advertisement

গত মঙ্গলবার আবারো লজ্জার রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গতকাল আইপিএলের গুরুত্ব ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক পেয়েছেন রান মেশিন বিরাট কোহলি। তবে এই প্রথমবার নন, এই নিয়ে মোট চারবার আইপিএলের আসরে গোল্ডেন ডাক পেলেন বিরাট কোহলি! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এর আগে ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলে আউট হয়ে যান বিরাট। একই ঘটনা ঘটে ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস) এবং ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ব্যাঙ্গালোর। প্রথম ওভারে দুষ্মন্ত চামিরার পঞ্চম বলে অনুজ রাওয়াত ক্যাচ তুলে দেন মিড উইকেটে দাঁড়িয়ে থাকা কে এল রাহুলের হাতে। অনুজ সাজঘরে ফিরতে না ফিরতে প্রথম ওভারেই মাঠে নামেন বিরাট কোহলি। তবে দলের প্রয়োজনে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। দুষ্মন্ত চামিরার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্ট দাঁড়িয়ে থাকা দীপক হুডার কাছে সহজ ক্যাচ তুলে দেন তিনি।

গতকাল প্রথম বলে গোল্ডেন ডাক পাওয়ার পর ব্যর্থতার দিক দিয়ে রোহিত শর্মাকেও পেছনে ফেলেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে সাত ইনিংসে কোহলি ১৭ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে ৩ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। এছাড়া একটি ইনিংসে “গোল্ডেন ডাক” রয়েছে তার নামে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিরাট কোহলি ব্যর্থ রোহিত শর্মাকে ছাড়িয়ে আইপিএলে লজ্জার রেকর্ড নিজের নামে করেছেন। উল্লেখ্য, আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত ৬ ইনিংস ব্যাটিং করেছেন রোহিত শর্মা। যেখানে সর্বসাকুল্যে ১৯ গড়ে রান করেছেন মাত্র ১১৪!

Advertisement

#Trending

More in Cricket News